প্রবাস

কুয়েতে চাঁদাবাজির সময় বাংলাদেশি গ্রেপ্তার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :০৩ জুলাই ২০২৫, ০৩:০৬ পিএম

কুয়েতে চাঁদাবাজির সময় বাংলাদেশি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

কুয়েতে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় চাঁদাবাজির অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে হাতেনাতে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগ। অভিযুক্ত ব্যক্তি জিলিব আল-শুয়েখ এলাকায় বসবাসকারী প্রবাসী শ্রমিকদের ভয়ভীতি ও হয়রানির মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তদন্ত ভিডিওতে দেখা গেছে, একটি সংঘবদ্ধ চক্র জিলিব আল-শুয়েখ এলাকার ফুটপাতে ভ্রাম্যমাণ বাজারে কর্মরত প্রবাসী বিক্রেতাদের দুর্বলতা ও অনিরাপদ অবস্থানকে কাজে লাগিয়ে জোরপূর্বক টাকা আদায় করে আসছিল। এসব প্রবাসী শ্রমিকদের ভয় দেখিয়ে তারা নিয়মিত চাঁদা আদায় করত।

তদন্তের ভিত্তিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো গোপন নজরদারি ও কৌশলগত অভিযান পরিচালনা করে। এ সময় চাঁদাবাজির চেষ্টা করার মুহূর্তে এক বাংলাদেশিকে হাতেনাতে আটক করা হয়। অভিযুক্তকে গ্রেপ্তারের পর তাকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই চক্রের বাকি সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে তারা পুনরায় জোর দিয়ে বলেছে, সমাজের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো ব্যক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

জনসাধারণকে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দেখলে বা সন্দেহজনক পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত সরকারি যোগাযোগ চ্যানেলের মাধ্যমে তথ্য জানানোর আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, প্রবাসী অধ্যুষিত জিলিব আল-শুয়েখ এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় কুয়েত সরকার সম্প্রতি নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।