প্রবাস

কানাডায় নৌকাডুবিতে নিহত দুই বাংলাদেশির জানাজা সম্পন্ন


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ :১২ জুন ২০২৫, ০৫:৪২ এএম

কানাডায় নৌকাডুবিতে নিহত দুই বাংলাদেশির জানাজা সম্পন্ন
ছবি: সংগৃহীত

কানাডায় ক্যানো উল্টে প্রাণ হারানো দুই বাংলাদেশি নাগরিক ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু ও আব্দুল্লাহিল রাকিবের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বুধবার বাদ আসর টরন্টোর সুননাতুল জামাত মসজিদে (৩৪৭ ডেনফোথ রোড) তাদের জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, জানাজা শেষে নিহতদের মরদেহ একই দিনই বিমানযোগে ঢাকায় পাঠানো হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী শনিবার বাদ জোহর তাদের দাফন করা হবে ঢাকায় বাংলাদেশ এয়ার ফোর্স কবরস্থানে।

উল্লেখ্য, গত ৮ জুন কানাডার অন্টারিওর লিনজির একটি কটেজ সংলগ্ন হ্রদে ক্যানোতে চড়ে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তারা। পানিতে ডুবে মারা যান অভিজ্ঞ বিমানচালক ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু, যিনি বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-এর ক্যাপ্টেন ছিলেন, এবং তার বন্ধু বিজিএমইএর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি সমাজে শোকের ছায়া নেমে এসেছে।