সারাবিশ্ব

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি দুই বছর পিছিয়ে গেছে: পেন্টাগন


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ :০৩ জুলাই ২০২৫, ১২:০২ পিএম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি দুই বছর পিছিয়ে গেছে: পেন্টাগন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত এক থেকে দুই বছর পিছিয়ে গেছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। বুধবার (২ জুলাই) এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি জানান পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স-এর।

পারনেল বলেন, ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইসফাহানে অবস্থিত গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা কার্যকরভাবে দেশটির পরমাণু কর্মসূচিকে দুই বছর পিছিয়ে দিয়েছে। তাঁর ভাষায়, "এই সামরিক অভিযানে আমাদের লক্ষ্য পূরণ হয়েছে।"

তবে তিনি এই দাবির পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেননি। বরং জানান, হামলার প্রভাব নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ঘনিষ্ঠভাবে নজরদারি করছে।

উল্লেখ্য, গত ২২ জুন, মার্কিন বোমারু বিমান বি-২ থেকে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় চালানো হয় ব্যাপক হামলা। এতে ব্যবহৃত হয় এক ডজনের বেশি ৩০,০০০ পাউন্ড ওজনের বাঙ্কার-বাস্টার বোমা এবং দুই ডজনেরও বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র।

এই হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। তারা এটিকে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে এবং উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই সামরিক অভিযান কেবল ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কেই নয়, মধ্যপ্রাচ্য অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে এমন সময়ে যখন আন্তর্জাতিক অঙ্গনে চলছে গাজা যুদ্ধ, ইউক্রেন সংকট এবং বিশ্ব জুড়ে উত্তেজনার নানা স্ফুলিঙ্গ।

আন্তর্জাতিক পরমাণু সংস্থা (IAEA) এখনো আনুষ্ঠানিকভাবে হামলার প্রভাব বা ইরানের কর্মসূচির অগ্রগতি নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে অনেকেই আশঙ্কা করছেন, এই পরিস্থিতি আরও উত্তেজনা ও পরমাণু ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।