
সারাদেশ
মৌলভীবাজার সীমান্ত দিয়ে ফের ৪৮ জনকে পুশইন করল বিএসএফ

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও পুশইনের মাধ্যমে ৪৮ বাংলাদেশিকে দেশে পাঠিয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোররাতে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটালিয়নের একটি টহল দল তাদের আটক করে।
বিজিবি সূত্র জানায়, বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকার পাল্লাথল পুঞ্জি এলাকায় এসব বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে প্রবেশের পর ঘোরাঘুরি করছিলেন। আটককৃতদের মধ্যে ১৮ জন শিশু, ১৫ জন নারী এবং ১৫ জন পুরুষ রয়েছেন।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, চিকিৎসা এবং জীবিকার সন্ধানে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। কিন্তু সেখানকার নিরাপত্তা বাহিনী (বিএসএফ) তাদের ধরে ফের বাংলাদেশে পুশইন করে দেয়।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা যশোর, বাগেরহাট, চাপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল এবং কুড়িগ্রাম জেলার বাসিন্দা। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বড়লেখা সীমান্ত দিয়ে এই পর্যন্ত মোট ৩৪১ জন পুশইনের মাধ্যমে দেশে ফিরে এসেছেন। এছাড়া মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা দিয়ে ১০ জন, কুলাউড়া দিয়ে ২১ জন, শ্রীমঙ্গল দিয়ে ১৯ জন এবং কমলগঞ্জ উপজেলা দিয়ে ৬১ জনকে আটক করা হয়েছে। সবমিলিয়ে এই জেলায় এখন পর্যন্ত মোট ৪৫২ জন পুশইনের ঘটনায় বিজিবির হাতে আটক হয়েছেন।
এছাড়া বিজিবি ও স্থানীয় প্রশাসনের নজর এড়িয়ে আরও শতাধিক বাংলাদেশি সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করেছেন বলে ধারণা করা হচ্ছে। সীমান্তে অব্যাহত পুশইনের ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ বিরাজ করছে। সংশ্লিষ্টরা এ বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করছেন।