সারাদেশ

বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ দুই সদস্য নিহত


সারাদেশ ডেস্ক
প্রকাশ :০৩ জুলাই ২০২৫, ০৯:১৭ এএম

বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ দুই সদস্য নিহত
ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর অভিযানে কুকি-চীন ন্যাশনাল আর্মি (কেএনএ)–এর এক কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, চলমান অভিযানে সেনাবাহিনী এখন পর্যন্ত কেএনএ বিদ্রোহীদের কাছ থেকে তিনটি সাবমেশিন গান (এসএমজি), একটি রাইফেল এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে।

এ রিপোর্ট লেখার সময় (সকাল সাড়ে আটটা) পর্যন্ত অভিযান অব্যাহত ছিল। পাহাড়ি দুর্গম এলাকায় স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করে যাচ্ছে সেনাবাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অস্ত্রধারী কার্যক্রম চালিয়ে আসছিলেন। কেএনএ সম্প্রতি পাহাড়ে নাশকতামূলক কর্মকাণ্ড বৃদ্ধি করায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা বাড়িয়েছে।

সাম্প্রতিক সময়ে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।