সারাবিশ্ব

গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনেই নিহত ১১১ ফিলিস্তিনি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ :০৩ জুলাই ২০২৫, ১১:৩২ এএম

গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনেই নিহত ১১১ ফিলিস্তিনি
ছবি: সংগৃহীত

গাজায় চলমান যুদ্ধবিরতি আলোচনা সত্ত্বেও থেমে নেই ইসরায়েলের ভয়াবহ সামরিক আগ্রাসন। একদিনেই ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন আরও ১১১ জন ফিলিস্তিনি। হতাহতদের মধ্যে রয়েছে শিশু, নারী ও ত্রাণ নিতে আসা সাধারণ মানুষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার (৩ জুলাই) এক প্রতিবেদনে জানায়, নিহতদের মধ্যে ২৪ জন ছিলেন একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষমান। তাদের ওপর বিধ্বংসী বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী (আইডিএফ)।

সবচেয়ে হৃদয়বিদারক হামলা চালানো হয় গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালকের বাড়িতে। ওই হামলায় মারা গেছেন হাসপাতালটির পরিচালক ড. মারওয়ান আল সুলতান, তার স্ত্রী ও এক কন্যা। এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েলি বাহিনী নিহত চিকিৎসককে “সন্ত্রাসী” হিসেবে আখ্যায়িত করেছে, যদিও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য উপস্থাপন করা হয়নি। গাজাবাসীর জন্য চিকিৎসাসেবার অন্যতম ভরসা এই হাসপাতালের পরিচালকের হত্যা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে।

এছাড়া, উত্তর ও দক্ষিণ গাজার বিভিন্ন অংশে, বিশেষ করে শরণার্থী শিবির ও কথিত 'নিরাপদ' ঘোষিত অঞ্চলে ইসরায়েলের হামলায় আরও বহু সাধারণ মানুষ হতাহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, এসব হামলায় শিশুসহ অন্তত ৫ জন নিহত হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, একদিকে যখন যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়ের আলোচনা চলছে, অন্যদিকে তখনই ইসরায়েলি বাহিনীর এমন বর্বর হামলা প্রশ্নবিদ্ধ করছে তাদের প্রকৃত উদ্দেশ্যকে।

এই নৃশংসতা নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তবে বাস্তবে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা দেখা যাচ্ছে না।

জাতিসংঘ, ওআইসি ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি দাবি উঠেছে, যেন তারা অবিলম্বে গাজায় চলমান এই মানবিক বিপর্যয় থামাতে কার্যকর পদক্ষেপ নেয়।

দিনের পর দিন মৃত্যু ও ধ্বংসে বিধ্বস্ত গাজাবাসীরা আজও বিশ্ব বিবেকের জবাব খুঁজছে।