
সারাদেশ
চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্তে বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গার দর্শনা থানার সুলতানপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত ব্যক্তির নাম ইব্রাহিম বাবু (৩২)। তিনি চুয়াডাঙ্গার দর্শনা থানার ঝাঁঝাডাঙ্গা গ্রামের মাদরাসা পাড়ার বাসিন্দা ও নুরুল ইসলামের ছেলে।
ঘটনাটি ঘটে আজ বুধবার (২ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিট থেকে ১টা ১০ মিনিটের মধ্যে।
বিজিবি চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বিষয়টি জানার পর তিনি ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমারকে ফোন করেন। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, দুপুরে কয়েকজন বাংলাদেশি সোনার চোরাচালানকারী ৭৯ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। তখন বিএসএফের একটি টহলদল তাদের ধাওয়া করে এবং এক পর্যায়ে গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান বিএসএফ কমান্ড্যান্ট।
তবে এখনও পর্যন্ত বিএসএফ নিশ্চিত করেনি গুলিবিদ্ধ ওই ব্যক্তি মারা গেছেন কিনা। পাশাপাশি স্থানীয় বিজিবি ক্যাম্পেও নিহত বা নিখোঁজ হওয়ার বিষয়ে কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেননি বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা নাজমুল হাসান। তিনি বলেন, “আমরা খোঁজখবর নিচ্ছি। বিষয়টি নিয়ে আমরা সতর্ক রয়েছি।”
এদিকে সীমান্ত এলাকার বিভিন্ন সূত্র জানিয়েছে, ভারতের গেঁদে সীমান্তের অভ্যন্তরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তবে এখনও তার মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। সীমান্তে নিরাপত্তা ও মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে যৌথ পতাকা বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।