
সারাদেশ
বিরামপুরে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি ও ২১ হাজারের বেশি চারা বিতরণ

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ব্যাপক পরিসরে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কৃষিবিদ ড. শফিকুল ইসলাম শফিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা ও তোছাদ্দেক হোসেন তোছা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য কৃষিবিদ আনোয়ারুল ইসলাম বাবু ও কৃষিবিদ আবু তারেক সিদ্দিক।
বক্তারা তাদের বক্তব্যে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। বিএনপি সবসময় পরিবেশবান্ধব কর্মসূচিতে অগ্রণী ভূমিকা রেখে চলেছে বলে তারা উল্লেখ করেন।
এই কর্মসূচির আওতায় বিরামপুর উপজেলা ও পৌর এলাকায় মোট ২১ হাজার ৬০০টি ঔষধি ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়, যা এলাকার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, কৃষক, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয়ভাবে এমন একটি উদ্যোগকে প্রশংসা করেছেন এলাকাবাসী।