
খেলা
ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে কখন

বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ফিফা ক্লাব বিশ্বকাপে পৌঁছেছে চূড়ান্ত পর্বে। দ্বিতীয় রাউন্ড শেষে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আট দল। এর মধ্যে ইউরোপের পাঁচটি শক্তিশালী ক্লাব রয়েছে। আগামী ৪ জুলাই শুরু হচ্ছে শেষ আটের লড়াই।
এরইমধ্যে বিদায় নিয়েছে আট দল। টিকে আছে যারা, তারা সবাই নিজেদের যোগ্যতার প্রমাণ রেখেছে মাঠে। এবারের কোয়ার্টারে অংশ নিচ্ছে— পালমেইরাস, আল হিলাল, পিএসজি, বায়ার্ন মিউনিখ, চেলসি, ফ্লুমিনেন্স, রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড।
গত মঙ্গলবার রাতে শেষ দুই দল হিসেবে কোয়ার্টারে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল, আর মেক্সিকান ক্লাব মন্টিরিকে ২-১ গোলে হারিয়েছে ডর্টমুন্ড।
কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু হবে ৪ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায়। প্রথম ম্যাচে মাঠে নামবে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স ও সৌদি আরবের আল হিলাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের অর্লান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে।
পরদিন ৫ জুলাই সকালে (বাংলাদেশ সময় সকাল ৭টা) দ্বিতীয় কোয়ার্টারে মুখোমুখি হবে ব্রাজিলের পালমেইরাস ও ইংল্যান্ডের চেলসি। ম্যাচটি হবে ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে।
এরই দিন (৫ জুলাই) রাত ১০টায় মাঠে নামবে ইউরোপের দুই জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও পিএসজি। এই হাইভোল্টেজ ম্যাচের ভেন্যু আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম।
সেদিন রাতেই, অর্থাৎ ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। খেলাটি অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
কোয়ার্টার ফাইনালে ফ্লুমিনেন্স ও আল হিলালের মধ্যকার জয়ী দল সেমিফাইনালে পালমেইরাস ও চেলসি ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে। সেখান থেকে জয়ী এক দল যাবে ফাইনালে। যার অর্থ ফ্লুমিনেন্স, আল হিলাল, চেলসি ও পালমেইরাসের মধ্যে একদল ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলবে। অপর দল আসবে রিয়াল মাদ্রিদ ও ডর্টমুন্ড এবং পিএসজি ও বায়ার্ন মিউনিখের মধ্য থেকে।
ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):
ফ্লুমিনেন্স - আল হিলাল- ৪ জুলাই - রাত ১টা - ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম
পালমেইরাস -চেলসি- ৫ জুলাই - সকাল ৭টা - লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ড
বায়ার্ন মিউনিখ - পিএসজি- ৫ জুলাই - রাত ১০টা - মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম
রিয়াল মাদ্রিদ - বরুশিয়া ডর্টমুন্ড- ৫ জুলাই - রাত ২টা - মেটলাইট স্টেডিয়াম