পাঠকের কথা
বিজন বেপারীর কবিতা ‘গাঁয়ের নদী’
আমার গাঁয়ের মাঝ বরাবর
মোহনীয় নদী
ঢেউয়ে ঢেউয়ে উতলে ওঠে
দেখবে আসো যদি।
পালতোলা সেই পানসি নায়ে
মাঝি ধরেন গান,
মধুর সুরে প্রাণটা জুড়ায়
আহা! কি সে টান।
দিগন্তে অই সূর্য হাসে
কাক ডাকা ঐ ভোরে,
নদীর ঘাটে বেচাকেনা
চলছে জোরেশোরে।
ইলিশ মাছের জাল ফেলেছে
দূরের জেলে ভাই,
নদীর দু'ধার শষ্যে ভরা
দেখে মজা পাই ।
ডিএসএস/