পাঠকের কথা

শাকিল ইসলাম এর কবিতা 'মাতৃদিবস বনাম বাবা'


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :২৮ মে ২০২৩, ০১:০৮ এএম

শাকিল ইসলাম এর কবিতা 'মাতৃদিবস বনাম বাবা'

ছোট গ্রামে আমার বাড়ি যেখানে,

চিকিৎসা - শিক্ষা স্বপ্ন মনে হয় সেখানে;

অনেক নারী সন্তানের জন্ম দিতে মৃত,

আমার মা'ও একজন তাদেরই মত।

মা আমাকে কোলেই নিতে পারেননি,

আমার ভাগ্যটাই হতচ্ছাড়া এমনি;

প্রথমে বাবাই আমাকে নিলেন কোলে,

একমাত্র পুরুষ সম্ভবত মায়ের বদলে।

আমি মেয়ে হয়ে জন্মেছিলাম তাই,

আমার আগমনে দুঃখ পেয়েছিল সবাই;

মা গত হয়েছেন আমার জন্মের পরেই,

মা কে খেয়ে ফেলেছি বলেন সহসাই।

বাবাকে বিয়ে করতে বলা হয়েছিল,

কিন্তু বাবা রাজী না হয়ে কেঁদেছিল;

ঠাকুরদা-ঠাকুরমা নানা যুক্তি ধরেছিল,

বংশধর হিসাবে নাতি পুত্র চেয়েছিল।

পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত নয়,

ঠাকুরদা-ঠাকুরমা দেখিয়ে বাবাকে ভয়;

যদি তিনি না করেন বিয়ে পুররায়,

তবে যেন বাবা সংসারে ত্যায্য হয়।

বাবা দ্বিতীয়বার ভেবে দেখেননি প্রমি,

সাজনো ঘরবাড়ী, কয়েক একর জমি;

সুখী জীবনযাত্রা, অসংখ্য গবাদি পশু,

বুকে কষ্ট নিয়ে আমার জীবন অংশু।

শূন্য হাতে শুধু আমাকে কোলে নিয়ে,

বড় শহরে চলে এসেছিলেন বিনিময়ে;

শহুরে জীবন খুব কঠিন সময়-অসময়ে,

লালন করেছে মোরে অসীম যত্ন দিয়ে।

যদি ভালবাসা ও যত্ন মায়ের সমার্থক,

বাবার জন্যই তা উপযুক্ত পরিপূরক;

যদি মায়ের সংজ্ঞা হয় সহমর্মিতা,

তবে বাবা জন্যও সেটাই সার্থকতা।

যদি মায়ের সংজ্ঞা হয় আত্মত্যাগ,

আমার বাবার ক্ষেত্রেও সেটাই আবেগ;

এক কথায় বলতে গেলে যদি বুঝি মা,

আমার বাবাই জগতের শ্ৰেষ্ঠতম মা।

 

ডিএসএস/