পাঠকের কথা

রুদ্র মোহাম্মদ ইদ্রিস এর কবিতা ‘স্নানের স্বরে গানের গলা'


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :২৯ মে ২০২৩, ১২:০০ এএম

রুদ্র মোহাম্মদ ইদ্রিস  এর কবিতা ‘স্নানের স্বরে গানের গলা'

জলের শব্দ ভুলের তারে

রোদ বালিকার গালে

হ্যাংলা শরীর নষ্ট ঘড়ির

হাঁটে নরোম আলে।

হারিয়ে ইচ্ছে বাড়িয়ে দিচ্ছে

হাতখানা কার পানে,

কয়লা ভরা ময়লা শরীর

ফর্সা হয় কি দানে?

স্নানের স্বরে গানের গলা

লোহার সূতা বুনে

দিন বদলে ঋণ শোধনে

কে কার কথা শোনে?

 

ডিএসএস/