শেখর শরিফ এর কবিতা 'অভিপ্রায়'

০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০১ পিএম | আপডেট: ১৪ মার্চ ২০২৩, ০৯:৩৯ এএম


শেখর শরিফ এর কবিতা 'অভিপ্রায়'

সবকিছু ছেড়ে ছুঁড়ে চলে যাবো একদিন
জনাকীর্ণ শহর থেকে জনহীন দ্বীপের ভয়াল অরণ্যে হারিয়ে যাবো
অথবা শুধুই নীল জলরাশি যেখানে খেলা করে
দিগন্ত বিস্তৃত ফেনিল জলসমতলে কেবল
নাম-পরিচয়হীন জাহাজের সারি; সাগর মহাসাগর ঘুরে
কেবল অদৃশ্য হয়ে যায়; উদ্ধারের অভিপ্রায় নিয়ে কখনো কাছে আসে না!

সবকিছু ছেড়ে ছুঁড়ে চলে যাবো
এবারের আন্দামানযাত্রা থেকে কেউ আমাকে আর ফেরাতে পারবে না!

/ডিএসএস