
শেখর শরিফ এর কবিতা 'অভিপ্রায়'
০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০১ পিএম | আপডেট: ১৪ মার্চ ২০২৩, ০৯:৩৯ এএম

সবকিছু ছেড়ে ছুঁড়ে চলে যাবো একদিন
জনাকীর্ণ শহর থেকে জনহীন দ্বীপের ভয়াল অরণ্যে হারিয়ে যাবো
অথবা শুধুই নীল জলরাশি যেখানে খেলা করে
দিগন্ত বিস্তৃত ফেনিল জলসমতলে কেবল
নাম-পরিচয়হীন জাহাজের সারি; সাগর মহাসাগর ঘুরে
কেবল অদৃশ্য হয়ে যায়; উদ্ধারের অভিপ্রায় নিয়ে কখনো কাছে আসে না!
সবকিছু ছেড়ে ছুঁড়ে চলে যাবো
এবারের আন্দামানযাত্রা থেকে কেউ আমাকে আর ফেরাতে পারবে না!
/ডিএসএস