বিজয় দাস এর কবিতা ‘মানুষকে চিনবে কেমন করে’
বিশ্বব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন,
সৃষ্টি করেছেন সকল মানুষকে
সবশক্তির যিনি উৎস , তাকে তুমি চেনো না।
তাহলে তার সৃষ্ট আমি অতি ক্ষুদ্র জীব মানুষ
আমাকে তুমি চিনবে কী করে!
ঈশ্বরকে যে ভালোবাসে না
তার প্রমাণ তার দেয়া পারমার্থিক গ্ৰন্থ
রেখেছো কি ঘরের পবিত্র আসনে।
যার ঐশী বাণী দুজগতের কল্যাণ বয়ে আনে
বুকের ভেতর আছে কি তার অস্তিত্ব?
প্রতিদিন কী স্ত্রী , সন্তানের খাবার আগে
নিজের মুখে তোলে দেবার আগে তার কাছে
নিবেদন করো মনের আকুতি। জীবনের খুঁটি হিসেবে
তার প্রতি কি কূতজ্ঞতা প্রকাশ করো কখনো।
তাহলে তুমি আমাকে চিনবে কি করে!
তুমি নিজেকে চিনবে কি করে!
সবকিছু যে চির অচেনা তোমার।
ডিএসএস/