
আশরাফ চৌধুরী এর কবিতা ‘খোকার গল্প’
১৮ মার্চ ২০২৩, ১১:৩৪ এএম | আপডেট: ৩০ মার্চ ২০২৩, ১১:২১ পিএম

প্রমত্তা এই পদ্মাপাড়ের
একটি দামাল ছেলে,
সবার ভাল চাইতো সদা
চলতো হেসে খেলে।
বান-তুফানের নিঠুর দিনে
থাকতো সবার পাশে,
সবাই যেন তার প্রিয়জন
দুঃখ পেলেও হাসে।
সবার চোখে মানিক ছিল
ছেলেটির নাম খোকা,
নিজের স্বার্থ বিলিয়ে দিত
ভাবত সবাই বোকা।
যখনই কেউ দাবিয়ে দিত
গরিব কারো অধিকার,
বুক চিতিয়ে দাঁড়ায় খোকা
রুখতে ওসব অবিচার।
তার হৃদয়ের স্বপন ছিল
মুক্ত হবে এদেশ,
বৃটিশ আর পাক শাসনের
করবে অবশেষ।
খোকা এবার মুজিব হলেন
আম জনতার নেতা
তাই প্রতিবাদে গর্জে উঠেন
নিয়ম ভাঙ্গে যেথা।
দিনে দিনে মুজিব হলেন
বঙ্গবন্ধু সবার,
মার্চ মাসে ডাকটা দিলেন
দেশ মুক্ত হবার।
ছাত্র শ্রমিক কৃষক মজুর
সবাই ছুটে এল,
হানাদারদের হারিয়ে দিয়ে
এদেশ মুক্ত হল।
ডিএসএস/