ডিউক হুদার কবিতা ‘নানা-নাতনী সংলাপ’

২০ মার্চ ২০২৩, ০১:১৬ পিএম | আপডেট: ২৮ মে ২০২৩, ০৪:২২ এএম


ডিউক হুদার কবিতা ‘নানা-নাতনী সংলাপ’

ওয়াসফিয়া,

এতো করে বলছি তোকে

আসতে নানা বাড়ি

কেন তবে আসিসনা তুই

নিয়েছিস নাকি আড়ি?

প্রতিদিনই থাকি অপেক্ষায়

তুই আসবি বলে

নানার কদর বুঝবি তখন

যখন যাবো চলে।
-তোর নানা।


নানা,
নানা তুমি বোঝনা কিছুই

থামাও কথা বলা

কেমন করে যাবো এখন

আমার স্কুল খোলা।

লেখা পড়া শিখে আমায়

হতে বলো মানুষ

আবার তুমি যাও যে ভুলে

থাকেনা তোমার হুঁশ।

নানা তোমায় কথা দিলাম

আসবো ছুটি হলে

মিষ্টি নানা রাগ করোনা

কানটি দেবো মলে।

তোমার ওয়াসফিয়া।

 

ডিএসএস/