পাঠকের কথা
শাকিল ইসলাম এর কবিতা ‘চানক্য প্রবচণ’
হে মানব সন্তান
কি জন্য নিজেকে ভাবছো গরীয়ান,
জন্মিলে মাতৃ উদরে করোনিতো স্নান
স্তনে অধর ওঠে না তবুও তুমি অম্লান।
হে মানব জনে জনে
নামটা নিশ্চয়ই রেখেছে অন্যজনে,
করেছো জীবনমুখী শিক্ষা অন্যের সনে
পিছু ছাড়ছে না মিছে বড়াই আনমনে।
হে মানব মরণে
মরিলে লাশটা তোমার বহিবে কেমনে,
থাকবে তুমি পেরেকঠোকা ওই কফিনে
সেথা যাবে তুমি অন্যের স্কন্ধে শ্মশানে।
হে সৃষ্টির সেরা আকার
অযাচিত উপদেশঘটিত বৃথা অহংকার,
কেনো করো সত্যের অপলাপ বারংবার
দুর্জন পরিত্যজ্য, হও স্রষ্টার অলংকার।
ডিএসএস/