
এস এম মিঠুন এর কবিতা ‘বসন্তের একদিন সকালে-কমলা’
২৪ মে ২০২৩, ১১:২৯ এএম | আপডেট: ৩০ মে ২০২৩, ০৮:৩৪ এএম

বসন্তের একদিন সকালে
রোদ এসে নগ্ন পা ছুঁয়ে ফেলে-কমলার
মানুষ গুলো পায়চারি করে
কমলার চোখের সামনে
এখানে এসেছে কমলা টিসিবির পণ্য কম দামে খরিত করিতে
কত কিছুই এবং কত সংবাদ যে কমলার চার পাশে ঘটে যায়
অপেক্ষা করতে থাকে কখন সিরিয়াল আসবে
সামান্য ক'টা টাকা বাঁচানোর আশায়
অনেকেই কতকিছু করে এই বাঁচানোর আশায়
লাইনের ঠ্যালাঠ্যালি আর অপেক্ষারত ধূলোমাখা পা কাঁদা হয়ে আসে।
বসন্তের মৃদ্যু বাতাস যে কমলার শরীর ছুঁয়ে যায়
চারপাশ পাখি ডাকে পাখি উড়ে আকাশে মিলে যায়
মানুষের তুমুল ব্যস্ততা যায়,গাছের পাতা গুলো দুলে বাতাসে
কমলা দাঁড়িয়ে থাকে সিরিয়াল আসার অপেক্ষাতে
চাল ডাল তেল নুন ছোলা পিঁয়াজ এর পটলার আশায়
সকাল গড়িয়ে দুপুর,দুপুর গড়িয়ে বিকাল হয়।
কমলা দাঁড়িয়ে থাকে সিরিয়াল আশার অপেক্ষাতে।
ডিএসএস/