সারা দেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা

ছবি: সংগৃহীত
সারা দেশে সব মসজিদে একযোগে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। রোববার (১৩ এপ্রিল) প্রতিষ্ঠানটির মহাপরিচালক আ. ছালাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা ফাউন্ডেশনের সব পরিচালক ও উপপরিচালকের কাছে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, জুমার দিন ইসলামে সর্বোত্তম ও বরকতময় দিন। মহান আল্লাহর বাণী অনুসারে, “হে বিশ্বাসীরা! জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচাকেনা বর্জন কর। এটি তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝতে।” (সুরা জুমা, আয়াত ৯)।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, বর্তমানে দেশের বিভিন্ন মসজিদে ভিন্ন ভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করা হয়—কোনো মসজিদে দুপুর ১টায়, কোনো মসজিদে দেড়টায়, আবার কোথাও ১টা ৫০ মিনিটে। সময়ের এ বৈচিত্র্যের ফলে পথচারী ও ভ্রমণরত মুসল্লিদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।
এই সমস্যার সমাধানে এবং মুসল্লিদের সুবিধার্থে দেশের সব মসজিদে একযোগে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের জন্য ফাউন্ডেশন কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে।
চিঠিতে আরও বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও উপপরিচালকদের নিজ নিজ বিভাগ ও জেলার আওতাধীন সব মসজিদে নির্ধারিত সময় অনুযায়ী জুমার নামাজ আদায়ের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
