সারাদেশ

বগুড়ায় বিএনপির ১২ নেতা আজীবন বহিষ্কার


প্রতিনিধি, বগুড়া
প্রকাশ :১৪ জুন ২০২৩, ০৩:৪৬ এএম

বগুড়ায় বিএনপির ১২ নেতা আজীবন বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় তালোড়া পৌর বিএনপির সভাপতিসহ ১২ নেতা-কর্মীকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য বগুড়া জেলার তালোড়া পৌরসভার নির্বাচনে অংশগ্রহণ করায় গত ৯ জুন তাদের কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়। কিন্তু তারা কেউই কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করায় তাদের আজীবন দল থেকে বহিষ্কার করা হলো।

বহিষ্কৃতরা হলেন- তালোড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী ও পৌর বিএনপির সভাপতি আবদুল জলিল খন্দকার, পৌর বিএনপির সাবেক সভাপতি ও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আবু হোসেন সরকার, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি হারুন তরফদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী, সহ-কোষাধ্যক্ষ তানভীর আহমেদ ফেরদৌস, পৌর বিএনপির সহসভাপতি আবদুল মান্নান, যুগ্ম সম্পাদক ইসরাফিল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রাজা, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাসেম আলী প্রামাণিক, সহ-মহিলাবিষয়ক সম্পাদক সোনিয়া রাজভর, সদস্য মারুফ হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি আবদুল জলিল প্রামাণিক।

এ প্রসঙ্গে মেয়রপ্রার্থী আবদুল জলিল খন্দকার বলেন, ২০১৩ সালের পৌর নির্বাচনে দলীয় প্রতীক ছাড়াই অংশ নিয়েছিলাম। সেসময় বিপুল ভোটে বিজয়ী হয়েছিলাম। এবার বিএনপি নির্বাচন বর্জন করলেও ভোটারদের চাপে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। দলের সিদ্ধান্ত মেনে নেব। তবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই।

আগামী ২১ জুন তালোড়া পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৬ হাজার ৭৬ জন।