রবিবার, ২৩ মার্চ ২০২৫ | ৯ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

এমপি আনার হত্যাকাণ্ড, জড়িত শিলাস্তির মিলেছে অজানা পরিচয়

ছবি: সংগৃহীত

ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় দেশ ও দেশের বাইরে বইছে নানা আলোচনা-সমালোচনার ঝড়। এই হত্যাকাণ্ডের ঘটনায় একের পর এক নানা অজানা তথ্য বের হয়ে আসছে। ইতোমধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িত বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে গ্রেফতারকৃত একজনের নাম শিলাস্তি রহমান।

তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধবুরিয়া ইউনিয়নের পাইসানা গ্রামের আরিফুর রহমানের মেয়ে। ইতোমধ্যে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। শিলাস্তিরা দুই বোন। তারমধ্যে শিলাস্তি বড় ও তার ছোট বোনের নাম সুবাহ। তাদের কোন ভাই নেই। শিলাস্তির বাবা আরিফুর রহমান একজন জুট ব্যবসায়ী।

শিলাস্তির বাড়িতে গিয়ে দেখা যায়, শিলাস্তিদের টিনের ঘরে তালা ঝুলছে। টিনের ঘরের পাশেই নির্মাণ করা হয়েছে দো-তলা একটি বাড়ি। তবে বাড়ির ভেতরে নেই কোন আসবাবপত্র। দীর্ঘদিন ধ‌রে বাড়ি‌তে কেউ না থাকায় আর্বজনা প‌ড়ে র‌য়ে‌ছে ঘ‌রে ও বাইরে।

 

ছবি : ঢাকাপ্রকাশ

ত‌বে এলাকার কেউ তা‌কে চে‌নেন না। এসময় পাশের ঘর থেকে বেড়িয়ে আসেন শিলাস্তির চাচাতো দাদা সেলিম মিয়া।

শিলাস্তির পরিচয় ও তার বিষয়ে জানতে চাইলে চাচাতো দাদা বীর মুক্তিযোদ্ধা সেলিম মিয়া জানান, শিলাস্তির চাচাতো দাদা বীরমুক্তিযোদ্বা সেলিম মিয়া। এই সেলিম মিয়া শিলাস্তির বাবা আরিফুর রহমানের বাবার ছোট ভাই। শিলাস্তি রহমানের গ্রামের বাড়িতে সরজমিনে গিয়ে এই তথ্য পাওয়া যায়।

সেলিম মিয়া জানান, শিলাস্তিরা ছোট বেলা থেকেই ঢাকার উত্তরায় বসবাস করে আসছে। ওরা মাঝে মধ্যে গ্রামের বাড়িতে আসলেও দু’একদিন থেকে আবার চলে যেত। কারো সাথেই তেমন কোন কথাবার্তা হতো না।

 

শিলাস্তি চাচাতো দাদা বীর মুক্তিযোদ্ধা সেলিম মিয়া। ছবি : ঢাকাপ্রকাশ

তিনি বলেন, শিলাস্তির চলাফেরা উচ্ছৃঙ্খল এবং বাড়ির বাইরে দিনের পর দিন সময় কাটানোর কারণে তাদের সঙ্গে কথা বলা বাদ দিয়েছি আমি ও আমার পরিবারের লোকজন। মাঝে এলেও শিলাস্তির যে ড্রেসআপ তা দেখে মনে হত কোটিপতি। এসে বাড়িতে বসেই সবার সামনে সিগারেটও খায়তো। আমি বাঁধা দিলে শুনতো না। পরে বাঁধা দেওয়া বাদ দিয়েছি।

সেলিম মিয়া আরও বলেন, এমপি আনার হত্যার ঘটনা‌টি বি‌ভিন্ন গণমাধ‌্যমে প্রকাশ হ‌ওয়ার পর জান‌তে পা‌রি শিলা‌স্তি ওই ঘটনায় জ‌ড়িত। এনিয়ে আমরাও বিব্রত অবস্থায় আছি। আমার নাতি শিলাস্তি অপরাধ করলে আমরাও তার বিচার চাই এবং সে অপরাধী হলে তার সর্বোচ্চ শাস্তির দাবি করছি।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, শিলাস্তি ও তার পরিবার ঢাকায় বসবাস শুরু করে দীর্ঘদিন যাবৎ। তারা কেউ এখানে আসে না। শিলাস্তি রহমানের দাদার সম্পত্তি তার বাবা আরিফুর রহমান বিক্রি করে ঢাকায় চলে যায়।

নাগরপুর ধুবরিয়া ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান খান বলেন, তারা অনেক আগে থেকেই ঢাকায় থাকে। সঠিক কেউ বলতেও পারে না যে শিলাস্তি কোথাকার। এখন আমরা জানতে পারলাম যে তার বাড়ি নাগরপুরে। গতকাল পর্যন্তও জানতাম না।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম উদ্দিন বলেন, আমি এখনো কোন তথ্য পায়নি তার বিষয়ে। জানলে জানাতে পারবো।

গত ১২ মে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। তিনি পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন সে।

এরপর বাড়ি থেকে বের হওয়ার পাঁচদিন পর গত ১৮ মে বরাহনগর থানায় আনোয়ারুল আজিমের নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস। এরপর হঠাৎ গত ২২ মে খবর ছড়ায় কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় একটি আবাসিক ভবনে আনার খুন হয়েছেন। ঘরের ভেতর পাওয়া গেছে রক্তের ছাপ। তবে সেখানে তার মরদেহ মেলেনি।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ পুলিশ শিমুল ভূইয়া, তানভীর ভূইয়া ও শিলাস্তি রহমানকে গ্রেফতার করে। গত শুক্রবার ২৪ মে তাদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গণমাধ্যম সূত্রে গ্রেফতারকৃত এই শিলাস্তিকে দিয়েই এমপি আনারকে ভারতের কলকাতা নেওয়ার ফাঁদ পাততে পারেন খুনের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীন। এছাড়া এই শাহীনের খপ্পরে পড়ে শিলাস্তি চলে যান অন্ধকার জগতে।মার্কিন পাসপোর্টধারী শাহীন দেশে এলেই ঘুরে বেড়াতেন তার সঙ্গে।

Header Ad
Header Ad

দীর্ঘ ৮ দিনের ছুটির কবলে বেনাপোল স্থলবন্দর

বেনাপোল স্থলবন্দর। ছবি: ঢাকাপ্রকাশ

শবে কদর,ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৮দিন বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকছে।

তবে জাতীয় রাজস্ব বোর্ডের এক আদেশে ঈদের দিন বাদে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বেনাপোল শুল্কভবনের কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের বলেন, “এবার ৩১মার্চ সোমবার ঈদুল ফিতরের তারিখ ধরে এর আগে-পরে (২৯ ও ৩০ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) চার দিন ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদের ছুটি শুরুর আগে ২৮ মার্চ পড়েছে শুক্রবার। শবে কদরেরও ছুটিও সেদিন।

ছুটি শেষে অফিস খোলার কথা ছিল ৩ এপ্রিল (বৃহস্পতিবার)। সেদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা হয়েছে। তার পরের দুই দিন আবার সাপ্তাহিক ছুটি। সে হিসাবে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিনের ছুটিতে থাকবেন সরকারি চাকরিজীবীরা।ছুটি শেষে অফিস খুলবে আগামী ৬ এপ্রিল (রোববার)।তবে আমদানি রপ্তানি ৫এপ্রিল থেকে চলবে।এতে সব মিলিয়ে টানা ৮ দিন ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে বন্দর।”

অবশ্য বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বলেছেন ঈদের পরের শনিবার সাপ্তাহিক ছুটি দিন হলেও ওদিন থেকে আমদানি রপ্তানি চলবে।

এদিকে আমদানি রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার জন্য কাস্টমস নীতি সংক্রান্ত দ্বিতীয় সচিব মুকিতুল হাসান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে,
দেশের আমদানি রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার অভিপ্রায়ে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ২৮ মার্চ থেকে ০৫ এপ্রিল পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বেনাপোল বন্দর ও শুল্কভবন কর্তৃপক্ষ অবশ্য বলছেন এসময় কেউ চাইলে অবশ্যই পণ্য ডেলিভারি দেওয়া হবে।

এদিকে সীমান্তের দুই পাশে টানা ছুটির কারণে ট্রাকের জট বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ভারতের পেট্রাপোলে পণ্যবাহী ট্রাকের জট রয়েছে বলে জানান এ বন্দরের সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্ত্তিক চক্রবর্তী।

তিনি বলেন, “বন্দরে স্থান সংকুলান না হওয়ায় বন্দরের ট্রাক টার্মিনাল, পেট্রাপোল পার্কিং ও বনগাঁও টার্মিনালে কয়েকশ পণ্য বোঝাই ট্রাক অপেক্ষা করছে।এসব পণ্য পেট্রাপোল থেকে বেনাপোল বন্দরে ঢুকবে ছুটি শেষে। এতে পেট্রাপোল বন্দর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হবে।”

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুজ্জামান সজীব বলেন, প্রতিদিন পেট্রাপোল বন্দর থেকে রপ্তানি পণ্য নিয়ে তিন থেকে চার'শ’ ট্রাক আসে বেনাপোল বন্দরে আর বেনাপোল দিয়ে দেড়শ’ থেকে দুই'শ’ ট্রাক পণ্য যায় ভারতে।দেশের ৭৫ ভাগ শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালসহ বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে।

ছুটির এ কয়দিন কাস্টমস ও বন্দরের কাজ বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানান, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ আহসান ভূঁইয়া।

Header Ad
Header Ad

প্রধান উপদেষ্টার চীন সফর হবে মাইলফলক : চীনা রাষ্ট্রদূত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আশা প্রকাশ করেছেন যে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফর দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে মাইলফলক হয়ে উঠবে। আজ রবিবার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আগামী ২৬ মার্চ ড. মুহাম্মদ ইউনূস তিনদিনের সফরে চীন যাচ্ছেন। এ সফরকে সামনে রেখে পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে তিনি বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরকে সফল ও গঠনমূলক করার জন্য উভয় পক্ষই কাজ করে যাচ্ছে।

ইয়াও ওয়েন আরও জানান, এ বছর বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। এ বিশেষ উপলক্ষে প্রধান উপদেষ্টার সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দুই দেশের সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা এবং সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন চীনা রাষ্ট্রদূত।

Header Ad
Header Ad

পাওনা আদায়ে এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে তুলছে ইসলামী ব্যাংক

ছবি: সংগৃহীত

বকেয়া ঋণ আদায়ের লক্ষ্যে এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্পত্তি নিলামে বিক্রির নোটিশ দিয়েছে ইসলামী ব্যাংক। রোববার (২৩ মার্চ) দেশের একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নিলাম বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ মার্চ পর্যন্ত সুদ ও আসলসহ ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছে ইসলামী ব্যাংকের মোট পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৭৩৮ কোটি টাকা। এ ঋণ আদায়ের জন্য ব্যাংকটি প্রতিষ্ঠানটির বন্ধকি ২০১.৭৫ শতক জমি এবং সেখানকার ভবন ও স্থাপনাসমূহ নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখিত জমিগুলো চট্টগ্রামে অবস্থিত। আগ্রহী ক্রেতাদের আগামী ২৭ এপ্রিলের মধ্যে বিডিং করার জন্য বলা হয়েছে।

এর আগে, গত নভেম্বর মাসে এস আলম গ্রুপ জানায় যে, এলসি (লেটার অব ক্রেডিট) খুলতে না পারায় প্রয়োজনীয় কাঁচামালের অভাবে ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজের কারখানা বন্ধ রাখতে হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ২০১৯ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের শেয়ার কিনে ব্যাংকটির বোর্ডের নিয়ন্ত্রণ নেয়। এরপর বিভিন্ন নামে-বেনামে ব্যাংকটি থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকার ঋণ গ্রহণ করে এস আলম গ্রুপ। বর্তমানে ইসলামী ব্যাংকের প্রায় ৮৩ শতাংশ শেয়ার এস আলম গ্রুপের কাছে রয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের নির্দেশে বর্তমানে জব্দ অবস্থায় রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়ার মধ্য দিয়ে এস আলম গ্রুপের ব্যাংকটির উপর কর্তৃত্বের অবসান ঘটে।

এর আগে, এস আলম গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের বন্ধকি সম্পদ বিক্রি করে ঋণ আদায়ের জন্য জনতা ব্যাংকও নিলাম নোটিশ জারি করেছিল।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দীর্ঘ ৮ দিনের ছুটির কবলে বেনাপোল স্থলবন্দর
প্রধান উপদেষ্টার চীন সফর হবে মাইলফলক : চীনা রাষ্ট্রদূত
পাওনা আদায়ে এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে তুলছে ইসলামী ব্যাংক
সাগরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাতের সঙ্গে সারজিসের দ্বিমত
টয়লেটে বেশিক্ষণ থাকায় যাত্রীকে মারলেন পাইলট
পেঁয়াজ রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক তুলে নিলো ভারত
গাজীপুরে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
হাসিনাবিরোধী আন্দোলনের বিষয়ে ভারত অবগত ছিল: জয়শঙ্কর
নামাজরত বাবাকে ছুরিকাঘাতে হত্যা করল ছেলে
নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন, তদন্ত কমিটি    
গাজার পর লেবাননেও ইসরায়েলী হামলা  
দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস  
টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দুর্ভোগে যাত্রীরা  
রাজধানীর সড়কে বসছে ‘রিকশা ট্র্যাপার’    
ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাব, দুপুরে যাচ্ছে বিএনপি-এনসিপি  
সুন্দরবন পুড়ছে, পানির উৎস নেই কাছে  
ঈদের আগে ও পরে ৬দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান বন্ধ  
রোহিঙ্গাবাহী নৌকাডুবি: ৪ জনের লাশ উদ্ধার, বিজিবি সদস্যসহ নিখোঁজ অনেকে
বিদ্রোহী ১৮ নারী ফুটবলার অবশেষে ফিরছেন ক্যাম্পে