সারাদেশ

চুয়াডাঙ্গায় পূর্বাশা পরিবহনের বাসে তল্লাশি, ৩ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ :০৪ মার্চ ২০২৫, ০৭:০৮ এএম

চুয়াডাঙ্গায় পূর্বাশা পরিবহনের বাসে তল্লাশি, ৩ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক
ছবি : ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গায় পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি টাকার স্বর্ণসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৫ মার্চ) দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবি কার্যালয়ের সামনে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে এ অভিযান চালানো হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিকেল সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-০৪৫৬) দিয়ে স্বর্ণ চোরাচালান করা হবে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল সরোজগঞ্জ বাজার এলাকায় অবস্থান নেয় এবং বাসটি চিহ্নিত করে।

দুপুর ১টা ১০ মিনিটের দিকে বাসটি বিজিবি ব্যাটালিয়ন সদর কার্যালয়ের সামনে পৌঁছালে সেটির গতিরোধ করা হয়। পরে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লাহ গ্রামের রফিকুল ইসলাম (৪২) এবং কুমিল্লার দেবিদ্বার থানার হোসেনপুর গ্রামের লিটন খান (২৬)।

জব্দকৃত স্বর্ণ। ছবি: ঢাকাপ্রকাশ

তল্লাশির সময় আটককৃতদের দেহ ও জুতার ভেতরে লুকানো অবস্থায় ১৮টি স্বর্ণের বার, দুটি মোবাইল ফোন ও নগদ ১০,১৯০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৪১১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ২১৩ টাকা।

এ ঘটনায় বিজিবির নায়েক সাইদুর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। জব্দকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।