শনিবার, ১৭ মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

সাতক্ষীরায় মদপানে দুই যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৯

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় মদপানের ফলে দুই যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও ৯ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই যুবকের মৃত্যু হয়। এর আগে, ঈদের সন্ধ্যায় তারা মদপান করেন এবং রাতের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

মৃতদের মধ্যে রয়েছেন আশাশুনি উপজেলার তেতুলিয়া গ্রামের জাফর আলী খাঁর ছেলে জাকির হোসেন টিটু (৪০) ও সোহরাব গাজীর ছেলে নাজমুল গাজী (২৬)।

এ ঘটনায় অসুস্থদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণ তেতুলিয়া গ্রামের সাইদ সরদারের ছেলে ফারুক হোসেন, মোকামখালী গ্রামের কুদ্দুস সরদারের ছেলে ইমরান, মিত্র তেতুলিয়ার মর্জিনা খাতুনের ছেলে ইকবাল, কামরুলের ছেলে লিফটন, আজিবার সরদারের ছেলে রবিউল, শহীদ গাজীর ছেলে তুহিন, আনিসের ছেলে নাজমুলসহ আরও কয়েকজন।

গুরুতর অসুস্থদের মধ্যে ফারুক হোসেনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইমরানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ঈদের দিন সন্ধ্যায় আশাশুনির তেতুলিয়া শ্মশানঘাট মাঠে বসে জাকির হোসেন টিটু, নাজমুল গাজীসহ মোট ১১ জন একসঙ্গে মদপান করেন। মদপানের পর তারা বাড়ি ফিরে যান এবং ঘুমিয়ে পড়েন।

এরপর রাত ১২টার দিকে একে একে সবাই মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেন টিটু ও নাজমুল গাজী মারা যান। বাকি ৯ জনের চিকিৎসা চলছে।

আশাশুনি থানার ডিউটি অফিসার এসআই ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, "অতিরিক্ত মদ্যপানের কারণে দুইজনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যু অন্য কোনো কারণে হয়েছে কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।"

নিহতদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Header Ad
Header Ad

জুলুম না করা আওয়ামী লীগের কর্মীরা বিএনপির সদস্য হতে পারবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সংশ্লিষ্ট বা পরিচিত কেউ বিএনপির বিরুদ্ধাচরণ না করলে, এমনকি দলটির কার্যক্রমে সহযোগিতা করে থাকলে তারাও বিএনপির সদস্য হতে পারবেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১৭ মে) চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিভাগীয় পর্যায়ে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, “আওয়ামী লীগের যেসব কর্মী জুলুম-নির্যাতন করেননি, বিএনপির বিরুদ্ধে কাজ করেননি, বরং সহানুভূতিশীল ছিলেন বা পরোক্ষভাবে সহযোগিতা করেছেন—তাদেরকে বিএনপির সদস্য হিসেবে গ্রহণ করা যেতে পারে। তবে চিহ্নিত চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সমাজে অগ্রহণযোগ্য কাউকে দলে টানার সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “গত ১৫ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা মামলা, হামলা, হয়রানি ও দমন-পীড়নের শিকার হয়েছে। এসব কারণে বিএনপি একটি বড় দল হয়েও কাঙ্ক্ষিত সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেনি। এখন সময় এসেছে দলের ভিত্তি আরও শক্ত করার।”

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিও উপস্থিত ছিলেন। তিনি বলেন, “ভবিষ্যতের রাজনৈতিক প্রতিযোগিতায় যারা অংশ নিতে চায়, তারা বিএনপির অভিজ্ঞতা, শক্তি ও প্রস্তুতির সঙ্গে পাল্লা দিতে পারবে না। কোনো ষড়যন্ত্রই দলের অগ্রযাত্রাকে থামাতে পারবে না।”

Header Ad
Header Ad

ভারতের পুশইনকে উসকানি হিসেবে দেখছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

ভারত থেকে পুশইনের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা নিয়ে কোনো উসকানি সৃষ্টি হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ভারত থেকে আসা পুশইনদের মধ্যে যদি কোনো বাংলাদেশি থাকে, তবে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে, তবে ভারতের নাগরিক বা রোহিঙ্গাদের পুশব্যাক করা হবে।

শনিবার (১৭ মে) সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনে বিজিবির ‘বয়েসিং ভাসমান বিওপি’ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ মন্তব্য করেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "ভারতে কোনো অবৈধ বাংলাদেশি থাকলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত পাঠাতে হবে। ভারতীয় পুশইনের ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে, তবে আমি এটিকে উসকানি মনে করছি না।"

তিনি আরও জানান, "পুশইনের মাধ্যমে আসাদের মধ্যে রোহিঙ্গা ও ইউএনএইচসিআরের কার্ডধারী ব্যক্তিরাও রয়েছেন। বিষয়টি নিয়ে কূটনীতিক চ্যানেলে যোগাযোগ করা হচ্ছে এবং সরকারের অবস্থান খুবই কঠোর।"

সুন্দরবনসহ সীমান্ত এলাকায় ভারতীয় পুশইনের বিষয়ে তিনি বলেন, "ভারত যদি আমাদের দেশের সীমান্তে পুশইন করতে চায়, তবে তা অবশ্যই আমাদের অনুমতি ছাড়া হবে না। গতকাল ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ভারত পুশইন করার চেষ্টা করেছিল, কিন্তু বিজিবি, আনসার এবং স্থানীয় জনগণের প্রতিরোধে তারা সফল হয়নি।"

তিনি জনগণ, বিজিবি এবং সাংবাদিকদের সহযোগিতায় ভারতকে পুশইন করতে না দেওয়ার আহ্বান জানান।

এছাড়া, পুশইন ঠেকাতে কূটনৈতিক উদ্যোগের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "এই বিষয়টি নিয়ে কূটনৈতিক সমাধানের জন্য ইতোমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গেও আলোচনা হয়েছে।"

Header Ad
Header Ad

যুবলীগ নেতাকে মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলায় মুহাম্মদ ফোরকান (৫২) নামের এক যুবলীগ লীগ নেতাকে ধরে মারধরের পর মাথা ন্যাড়া করে দিয়েছেন স্থানীয় একদল লোক। এরপর তাঁকে জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার উত্তর গুজরা গ্রামের আয়েশাবিবির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ফোরকান পূর্ব গুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। তিনি একটি ভাঙচুর মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর ফোরকান স্থানীয় বাজারে এলে একদল লোক তাঁকে আটক করে মারধর করেন। এরপর তাঁর মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে দেন। শেষে তাঁকে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। অসুস্থ হওয়ায় পুলিশ তাঁকে চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রাখে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, মুহাম্মদ ফোরকানকে আহত অবস্থায় পুলিশে দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসা দিয়ে রাতেই তাঁকে থানা হেফাজতে রাখা হয়। তাঁর বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তরিকতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটির কার্যালয় ভাঙচুরের মামলা আছে। আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জুলুম না করা আওয়ামী লীগের কর্মীরা বিএনপির সদস্য হতে পারবে: আমীর খসরু
ভারতের পুশইনকে উসকানি হিসেবে দেখছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা
যুবলীগ নেতাকে মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ
বাংলাদেশের জার্সিতে ফিরছেন ফাহমিদুল, ছাড়পত্র দিয়েছে ক্লাব
ইশরাক সমর্থকদের সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচিতে পুলিশের বাধা
ফেসবুকে ‘স্যাড’ রিঅ্যাক্ট দেওয়ায় ৫ কর্মকর্তাকে শোকজ
বিয়ের আগেই প্রেমিকের সঙ্গে লিভ ইন করছেন সামান্থা!
নগরভবনের সামনে ইশরাক সমর্থকরা, সচিবালয় অভিমুখে লংমার্চ ঘোষণা
এমআরএ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
পল্লী বিদ্যুতে ২,১৫০ জনের বিশাল নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন
চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩
দুই বছর টেস্ট না খেলা রোস্টন চেজকে অধিনায়ক করল ওয়েস্ট উইন্ডিজ
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস ৩
৪০ রোহিঙ্গাকে সাগরে ফেলে দিল ভারত! জাতিসংঘের তীব্র উদ্বেগ (ভিডিও)
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ
দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের শঙ্কা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ
ইসরায়েলের হামলায় গাজায় একদিনে আরও ১১৫ ফিলিস্তিনি নিহত
মিঠাপুকুরে প্রবাসীর জমি বেদখলের অপচেষ্টা, বসতঘরে হামলা-লুটপাট
মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা, দিয়েছে দেশে ফেরার সুযোগ