আবদুল হামিদের দেশত্যাগ ও সাম্য হত্যার তদন্ত করে লাভ নেই: ফারুক

জয়নুল আবদীন ফারুক। ছবি: সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগ এবং সাম্য হত্যাকাণ্ডের ঘটনাগুলো তদন্ত করে এখন আর কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক। তিনি বলেন, "এই ঘটনায় কাউকেই আর ফেরানো যাবে না। এখন সবচেয়ে জরুরি হচ্ছে— দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।"
শুক্রবার (১৬ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বক্তব্যে তিনি মানবিক করিডর ইস্যু নিয়েও মত প্রকাশ করে বলেন, "এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে একটি নির্বাচিত সরকার। বর্তমান সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া।"
তিনি আরও বলেন, “সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের আস্থার জায়গা ফিরিয়ে আনা। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তার রায় দেবে— সেটাই শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা এবং চলমান সংকটের একমাত্র সমাধান। যদি তা সম্ভব হয়, তাহলে জুলাই আন্দোলনের শহিদদের আত্মাও শান্তি পাবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপিসহ অন্যান্য দল ও সংগঠনের নেতৃবৃন্দ। তারা অবিলম্বে জাতীয় ঐক্য গড়ে তুলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবি জানান।
