ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল

ছবি: সংগৃহীত
চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের সামরিক বাহিনী আগামী ১৮ মে পর্যন্ত পরস্পরের ভূখণ্ডে কোনো ধরনের হামলা চালাবে না— এমনটাই জানিয়েছে ভারতের স্থানীয় গণমাধ্যম এনডিটিভি, শুক্রবার (১৬ মে) সংশ্লিষ্ট সূত্রের বরাতে।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর পাশাপাশি ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস (ডিজিএমও) শিগগিরই একটি বৈঠকে বসবেন। সেখানে সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।
এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে দেওয়া এক ভাষণে পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, গত ১৪ মে দুই দেশের সামরিক বাহিনীর ডিজিএমও পর্যায়ে অনুষ্ঠিত বৈঠকে এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, ১০ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানান যে, ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
প্রসঙ্গত, ১০ মে প্রথমবারের মতো সরাসরি টেলিফোনে বৈঠক করেন ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ। ওই বৈঠকের পর ১২ মে পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণা আসে। এরপর আরও দু’দফায় দুই দিন করে মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ১৪ মে অনুষ্ঠিত ডিজিএমও পর্যায়ের বৈঠকে যুদ্ধবিরতির মেয়াদ ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়।
বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদী শান্তি আলোচনার পথ প্রশস্ত করতে পারে।
সূত্র: এনডিটিভি
