রবিবার, ৪ মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

কান্নাভেজা চোখে অবসরের ঘোষণা দিলেন সুয়ারেজ

লুইস সুয়ারেজ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। আগামী শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সি তুলে রাখবেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার।

উরুগুয়ের হয়ে ২০০৭ সালে অভিষেকের পর লম্বা সময় দলকে সার্ভিস দেওয়া সুয়ারেজ দেশের হয়ে খেলেছেন ১৪২টি ম্যাচ। প্যারাগুয়ের বিপক্ষে নিজের শেষ ম্যাচের আগে তাই বেশ আবেগপ্রবণ সুয়ারেজ। অবসরের ঘোষণা দিতে এসে কান্নায় ভেঙে পড়েছেন এই তারকা।

অশ্রুসজল চোখে অবসর নিয়ে সুয়ারেজ বলেন, ‘বলতে হৃদয় ভেঙে যাচ্ছে। তবু জানাচ্ছি, আগামী শুক্রবারই (বাংলাদেশ সময় শনিবার) জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলব আমি। আমি জানি, পরের বিশ্বকাপে খেলা আমার জন্য কঠিন হতো। চোটের কারণে নয়, নিজের ইচ্ছায় অবসর নিচ্ছি। এটা অনেক বড় ব্যাপার।’

উরুগুয়ের হয়ে চারটি বিশ্বকাপ খেলেছেন লুইস সুয়ারেজ, খেলেছেন পাঁচটি কোপা আমেরিকাও। ২০১১ সালে উরুগুয়েকে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন সুয়ারেজই। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন, করেছিলেন ৪ গোল। গোল চারটির শেষটি সুয়ারেজ করেছিলেন ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে। ম্যাচটি ৩-০ গোলে জেতে উরুগুয়ে।

সেই কোপা আমেরিকার জয়টাকেই ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন ভাবেন সুয়ারেজ, ‘কোনো কিছুর বিনিময়েই আমি কোপা আমেরিকার শিরোপাকে হাতছাড়া করতে রাজি নই। আমার ক্যারিয়ারের সবচেয়ে সেরা মুহূর্ত এটি। আবারও বলছি, কোনো কিছুর সঙ্গে আমি এটাকে অদলবদল করতে রাজি নই।’

আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও অবশ্য ক্লাব ফুটবল চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন সুয়ারেজ। বর্তমানে বন্ধু লিওনেল মেসির সঙ্গে এমএলএস ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন সুয়ারেজ।

Header Ad
Header Ad

জম্মু-কাশ্মিরে ভারতীয় তিন সৈন্য নিহত

ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের রামবান জেলায় সেনাবাহিনীর একটি গাড়ি গভীর গিরিখাতে পড়ে তিন ভারতীয় সৈন্য নিহত হয়েছেন। রোববার (৪ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে ব্যাটারি চশমা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

নিহত সৈন্যদের নাম অমিত কুমার, সুজীত কুমার এবং মান বাহাদুর। তারা সবাই জম্মু থেকে শ্রীনগরের দিকে সেনাবাহিনীর গাড়িবহরের অংশ হিসেবে যাচ্ছিলেন।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় সেনাবাহিনীর গাড়িটি জম্মু-শ্রীনগর ন্যাশনাল হাইওয়ে-৪৪ ধরে যাচ্ছিল। পথে ব্যাটারি চশমা এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৭০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনাস্থলে গাড়ির ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে, এবং কিছু কাগজপত্রও পড়ে থাকতে দেখা গেছে।

দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতায় নামে ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মির পুলিশ, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা। তবে এই ঘটনায় আরও কেউ আহত হয়েছেন কি না—তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সড়ক দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

Header Ad
Header Ad

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৪ মে) বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর ধানমন্ডিস্থ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এই প্রখ্যাত আইনজীবী।

আইনজীবী শিশির মনির ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেন। তিনি ওই পোস্টে লিখেছেন, ‘আমার সিনিয়র জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্যার ইবনে সিনা হাসপাতালে আজ বিকেল ৪টা ১০ মিনিটে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন।’

গুরুতর অসুস্থ হলে সম্প্রতি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। গত বছরের ২৬ ডিসেম্বর ১১ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন আব্দুর রাজ্জাক। এরপর সুপ্রিম কোর্টে আইন পেশায় ফিরেন। ৬ জানুয়ারি তাঁর জুনিয়র আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলণায়তনে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুর রাজ্জাক ২০১৩ সালের ১৮ ডিসেম্বর দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। এর আগে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের শীর্ষ নেতাদের আইনজীবী ছিলেন। যুক্তরাজ্যে থাকাবস্থায় ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি জামায়াত থেকে পদত্যাগ করেন আব্দুর রাজ্জাক।

এরপর তিনি নতুন দল আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রধান উপদেষ্টা হন। ক্ষমতার পটপরিবর্তনের পর ১৭ আগস্ট সেই পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

Header Ad
Header Ad

নওগাঁ আ'লীগের অফিসে চুরি করতে গিয়ে ৭ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

ছবি : ঢাকাপ্রকাশ

নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের লিফটের খালি জায়গা থেকে মো. দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৪ মে) দুপুুর ২টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মো. দেলোয়ার হোসেন (৩৫) নওগাঁ শহরের চকদেব পাড়া এলাকার মৃত- মসির উদ্দিনের ছেলে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে, ওই যুবক লিফটের তার, রেলিংয়ের ধাতব পদার্থ চুরি করার জন্য ওই ভবনের সাত তলায় উঠেছিলেন। চুরি করার সময় অসতর্কতাবশত তিনি সেখান থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়দের মধ্যে ঘটনাটি জানার পর দুপুর ২টা ৩০ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আওয়ামী লীগের দলীয় কার্যালয় সংলগ্ন সরিষাহাটির মোড় এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, হাসিনা সরকারের পতনের দিন গত বছরের ৫ আগস্ট জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এরপর থেকে এই সাততলা ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে সাধারণত কেউ যায় না। আজ দুপুর ২টার দিকে আশপাশের লোকজন শব্দ পেয়ে ভবনের নিচতলায় লিফটের ফাকা জায়গায় একজন লোককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পড়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লোকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু জার গাফফার বলেন, রোগীটিকে যখন হাসপাতালে নেওয়া হয় তখন তাঁর কোনো পালস পাওয়া যাচ্ছিল না। ইসিজি করার পর তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়। হাসপাতালে নেওয়ার আগেই রোগীটির মৃত্যু হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জম্মু-কাশ্মিরে ভারতীয় তিন সৈন্য নিহত
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন
নওগাঁ আ'লীগের অফিসে চুরি করতে গিয়ে ৭ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
ইসরায়েলের প্রধান বিমানবন্দরে পড়ল ইয়েমেনের ছোড়া ব্যালিস্টিক মিসাইল
কাশ্মিরে হামলা মোদি সরকারের রাজনৈতিক কৌশল: অভিযোগ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
কপাল পুড়লো ভারতের, বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন
রাখাইনে মানবিক করিডর চালুর বিষয়ে কোনও চুক্তি হয়নি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না: গণশিক্ষা উপদেষ্টা
“নির্বাচন চায় না অন্তর্বর্তী সরকারের কেউ কেউ” প্রেসক্লাবে রিজভীর অভিযোগ
কুরবানি ঈদে আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করে রেকর্ড গড়লেন মালদ্বীপের প্রেসিডেন্ট
সঙ্গীকে নিয়ে দুঃস্বপ্ন দেখছেন? সাবধান, হতে পারে সম্পর্কের অজানা সংকেত!
কত তাড়াতাড়ি নির্বাচন হবে, তা জানতে চেয়েছে রাশিয়া: আমির খসরু
ঐকমত্যের জুলাই সনদ তৈরিতে সবাইকে কিছু ছাড় দিতে হবে: আলী রীয়াজ
নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন বিবাহিতরাও
শাকিবের 'তাণ্ডব' সিনেমার শুটিং সেটে স্টান্টম্যানের মৃত্যু
ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, জানালো বিশ্ববিদ্যালয়
নারী সংস্কার কমিশনের বিতর্কিত বিষয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বিতর্কের মুখে সরানো হলো হাসিনার সেই কুশপুতুল
মেসি-সুয়ারেজের গোল, বড় জয় পেল মায়ামি