পর্যটন

কক্সবাজার সৈকতে পিতাপুত্রের মর্মান্তিক মৃত্যু, রাজশাহী থেকে এসেছিলেন ভ্রমণে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :০৯ জুন ২০২৫, ১০:৫৫ এএম

কক্সবাজার সৈকতে পিতাপুত্রের মর্মান্তিক মৃত্যু, রাজশাহী থেকে এসেছিলেন ভ্রমণে
ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে প্রাণ হারিয়েছেন এক পর্যটক বাবা ও তার তরুণ ছেলে। সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে কলাতলী সায়মন বিচ পয়েন্ট এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

নিহতরা হলেন—রাজশাহী থেকে আগত পর্যটক শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে সিফাত (২০)।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী।

ঘটনাস্থলে উপস্থিত থাকা সি-সেইফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত জানান, “বাবা-ছেলে একসঙ্গে সমুদ্রে গোসলে নেমে ধীরে ধীরে স্রোতের টানে ভেসে যাচ্ছিলেন। লাইফগার্ড সদস্যরা বিষয়টি লক্ষ্য করে দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।”

তবে হাসপাতালে নেওয়ার পর দুজনই অতিরিক্ত রক্ত বমি করতে থাকেন। কিছুক্ষণ পরই দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা জসীম উদ্দিন জানান, “মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।”

স্থানীয় প্রশাসন ধারণা করছে, পানিতে ডুবে যাওয়ার সঙ্গে স্রোতের প্রভাব এবং সম্ভবত পানিতে থাকা কোনো বিষাক্ত পদার্থ শ্বাস-প্রশ্বাস বা পাকস্থলীতে প্রবেশ করায় এমন ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়নাতদন্ত করা হবে।

এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে সৈকতে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় পর্যটক ও ব্যবসায়ীরা বলছেন, "নিয়মিত সতর্কতা আর নজরদারি বাড়ালে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।"

প্রসঙ্গত, কক্সবাজারের সৈকত এলাকায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘সি-সেইফ লাইফগার্ড’ নিয়মিত কাজ করলেও, কখনো কখনো অতিরিক্ত স্রোত, অসচেতনতা বা শারীরিক দুর্বলতার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

প্রশাসনের পক্ষ থেকে সমুদ্রস্নানে নেমে সতর্ক থাকার জন্য পর্যটকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।