পর্যটন

তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :২৯ মে ২০২৫, ০১:২১ পিএম

তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি
ছবি: সংগৃহীত

সুন্দরবনে আগামী ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য সর্বপ্রকার জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। জীববৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক পরিবেশকে ‘বিশ্রাম’ দেওয়ার উদ্দেশ্যে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে সুন্দরবনের পশ্চিম বন বিভাগ।

এই সময়ে বনজ সম্পদ আহরণ যেমন—মাছ, কাঁকড়া, গোলপাতা ও মধু সংগ্রহসহ সব ধরনের ইকো-ট্যুরিজম কার্যক্রম বন্ধ থাকবে। এতে স্থানীয় বনজীবী ও পর্যটক কেউই বনাঞ্চলে প্রবেশের অনুমতি পাবেন না।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা হাবিবুর রহমান জানান, খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান স্বাক্ষরিত নির্দেশনা অনুযায়ী ২৬ মে থেকে সুন্দরবনে প্রবেশের জন্য কোনো নতুন পাস ইস্যু করা হচ্ছে না। যেসব ব্যক্তি পূর্বে অনুমতি নিয়ে বন এলাকায় অবস্থান করছেন, তাদের ৩১ মে’র মধ্যে বন এলাকা ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আগে সুন্দরবনে দুই মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করা হতো। তবে ২০২১ সালে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়িয়ে তিন মাস করা হয়। এ সময়টিকে প্রাণী প্রজননের মৌসুম হিসেবে চিহ্নিত করা হয়, যখন বন্যপ্রাণীরা মানবীয় হস্তক্ষেপ ছাড়াই স্বাভাবিক পরিবেশে থাকতে পারে।

এই নিষেধাজ্ঞার ফলে উপকূলীয় অঞ্চলের হাজারো বনজীবী সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়েন, যাদের জন্য সরকার চালসহ নির্দিষ্ট পরিমাণ ত্রাণ সহায়তা বরাদ্দ দিয়ে থাকে।