চবির ছাত্রী হলে গোপনে ভিডিও ধারণের সময় বহিরাগত যুবক আটক
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শেখ হাসিনা হলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে আব্দুর রহিম নামে এক বহিরাগত যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। আটক হওয়া রহিম নোয়াখালীর বাসিন্দা এবং সেখানকার একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তার কাছ থেকে নয়টি সিমকার্ডও উদ্ধার করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) দুপুরে শেখ হাসিনা হলের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, হলের প্রহরী মোটরের সুইচ চালু করতে যাওয়ার সময় ফাঁক বুঝে হলে প্রবেশ করে রহিম। এরপর তিনি হলের দ্বিতীয় তলায় উঠে বুক পকেটে রাখা ক্যামেরায় ভিডিও করতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন ছাত্রী তার প্রতি সন্দেহ প্রকাশ করেন এবং জিজ্ঞাসাবাদ শুরু করলে রহিমের গোপনে ভিডিও ধারণের বিষয়টি প্রকাশ্যে আসে। সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে খবর দেওয়া হলে তারা এসে তাকে আটক করে।
চবির সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন বলেন, “এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। খবর পাওয়া মাত্রই অভিযুক্ত যুবককে আটক করা হয়।” পরে, অভিযুক্তের বাবা-মায়ের জিম্মায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান সহকারী প্রক্টর।
এ ঘটনায় ছাত্রীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং হলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।