ক্যাম্পাস

২০২৫ সালের শুরুতে সমাবর্তনের ঘোষণা কুবি উপাচার্যের


ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৬:২৭ এএম

২০২৫ সালের শুরুতে সমাবর্তনের ঘোষণা কুবি উপাচার্যের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫ সালের শুরুর দিকে সমাবর্তন করার ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বুধবার (২০ নভেম্বর) নবীন বরণ অনুষ্ঠানের বক্তব্য প্রদানের সময় এ ঘোষণ দেন তিনি।

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, "আজকের এই দিনে আমি একটা ঘোষণা দিচ্ছি, ২০২৫ সালের শুরুতেই সমাবর্তন করব।"

এছাড়া, আবাসন সমস্যা নিরূপণ, উচ্চশিক্ষা ও গবেষণায় জোরদারের ব্যাপারেও তিনি কথা বলেন।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ২০২০ সালে সমাবর্তন অনুষ্ঠিত হয়।