রবিবার, ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

পূর্ব অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে রহিমআফরোজ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে দেশের বেসরকারি প্রতিষ্ঠান রহিমআফরোজ। এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগে লোকবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। এ পদে আবেদন করার জন্য পূর্ব অভিজ্ঞতার দরকার নেই। অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা।

পদের নাম: অফিসার

পদের সংখ্যা: নির্ধারিত না

আবেদন যোগ্যতা: এমবিএ বা বিবিএ পাস হতে হবে।

বয়সসীমা: ২৪-২৮ বছরের মধ্যে

অন্যান্য যোগ্যতা: যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। এ ছাড়া যোগাযোগ দক্ষতা ও প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকার সাভারে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন করবেন যেভাবে: আবেদন করা যাবে অনলাইনে। আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: ২৩ ডিসেম্বর, ২০২২

আরএ/

Header Ad
Header Ad

আ. লীগ নিষিদ্ধ চেয়ে প্রধান উপদেষ্টাকে বারবার পত্র দিয়েছে বিএনপি : মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে বিএনপি একাধিকবার প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে আবেদন করেছে।

রবিবার (১১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, “১০ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় দেওয়া পত্রে আমরা এই দাবি জানিয়েছিলাম। সর্বশেষ ১৬ এপ্রিল দেওয়া চিঠিতেও পতিত ফ্যাসিবাদী সরকার ও সংশ্লিষ্টদের দ্রুত বিচার করে দেশের রাজনীতি থেকে তাদের অপসারণের দাবি জানানো হয়।”

তিনি জানান, “বিএনপি বারবারই বলেছে, আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব ও উচিত। আমরা প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে। তাই বিগত সরকারের আমলে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্তেরও আমরা বিরোধিতা করেছিলাম।”

ফখরুল বলেন, “আমরা আনন্দিত যে বিলম্বে হলেও অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত করার ঘোষণাকেও আমরা স্বাগত জানাই।”

তিনি আরও বলেন, “যদি আমাদের আগের দাবিগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হতো, তাহলে আজ চাপের মুখে সরকারকে বিব্রতকর সিদ্ধান্ত নিতে হতো না। আমরা আশা করি, ভবিষ্যৎ পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকার আরও বিচক্ষণতা ও সময়োচিত মনোভাব দেখাবে।”

সংবিধান সংস্কার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে ফখরুল বলেন, “জনগণ এখনো একটি সুনির্দিষ্ট রোডম্যাপের অপেক্ষায় আছে। এই দাবি বারবার উপেক্ষিত হওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, এই ক্ষোভকে অবহেলা না করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।”

 

Header Ad
Header Ad

টাঙ্গাইলে গ্রেফতার আতঙ্কে ভাইয়ের জানাজায় অংশ নেননি আ.লীগের দুই নেতা

টাঙ্গাইলের ভূঞাপুরে গাবসারা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের ভূঞাপুরে বড় ভাইয়ের জানাজায় গ্রেফতার আতঙ্কে অংশ নিতে পারেননি সদ্য নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির এবং তার ভাই ইতালি প্রবাস ফেরত জাহিদুল ইসলাম খোকা। তাদের অনুপস্থিতি এলাকায় নানা আলোচনা ও চাঞ্চল্যের জন্ম দিয়েছে।

রবিবার (১১ মে) দুপুরে ভূঞাপুর উপজেলার জিগাতলা ঈদগাহ মাঠে নাজমুল হক ওরফে তারা মেম্বারের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নাজমুল হক ছিলেন এই দুই ভাইয়ের বড় ভাই। তবে জানাজায় অন্য স্বজন ও এলাকাবাসী উপস্থিত থাকলেও মনির ও খোকাকে দেখা যায়নি।

মনিরুজ্জামান মনির গাবসারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলা শাখার সভাপতি। তার ভাই জাহিদুল ইসলাম খোকাও দলের সক্রিয় কর্মী ছিলেন এবং সম্প্রতি ইতালি থেকে দেশে ফেরেন।

গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তনের পর শেখ হাসিনার সরকারের পতন ঘটে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর থেকেই দলটির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। “ডেভিল হান্ট” নামক অভিযানে নাশকতা সংশ্লিষ্ট একাধিক মামলায় দলটির অনেক নেতাকর্মী গ্রেফতার হন। এই আতঙ্ক থেকেই মনির ও খোকা গা ঢাকা দেন বলে জানা গেছে।

শনিবার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজমুল হক তারা মেম্বার। ভাইয়ের মৃত্যুর পরও মনির ও খোকা প্রকাশ্যে আসেননি। ফলে ভাইয়ের জানাজা ও দাফনের মতো গুরুত্বপূর্ণ পারিবারিক আয়োজনে তাদের অনুপস্থিতি এলাকাবাসীর দৃষ্টিগোচর হয় এবং বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে।

নাজমুল হকের ছেলে অ্যাডভোকেট শাহাদত হোসেন বাবু জানান, “আমার বাবা অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। তার মৃত্যু আমাদের জন্য বিরাট শোকের। তবে আমার দুই চাচা—মনিরুজ্জামান মনির ও জাহিদুল ইসলাম খোকা—গ্রেফতার আতঙ্কে জানাজায় অংশ নিতে পারেননি। আমরা পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া প্রার্থনা করছি।”

Header Ad
Header Ad

বিরামপুরে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু, ছেলে আহত

ছবি : ঢাকাপ্রকাশ

দিনাজপুরের বিরামপুরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তালিম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় তার সাথে থাকা সাড়ে ৩ বছর বয়সী ছেলে সন্তান আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। 

আজ রবিবার(১১মে) দুপুরে বিরামপুর পৌরসভার ২নং ওয়ার্ডের বসুন্ধরা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত তালিম হোসেন ময়মনসিংহ জেলার বাসিন্দা।সে দীর্ঘদিন যাবৎ বিরামপুর শশুর বাড়িতে থাকতেন। পার্বতীপুর জিআরপি থানার এস আই মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়,পঞ্চগড় থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশন অতিক্রম করে যাবার সময় বসুন্ধরা এলাকায় পৌঁছালে রেললাইন পার হওয়ার সময় নিহত ব্যক্তি ট্রেনে ধাক্কা লেগে ছিঁটকে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এসময় তার সাথে থাকা সাড়ে ৩ বছর বয়সী সন্তানটি আহত হয়। আহত শিশুটি বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে পার্বতীপুর জিআরপি থানার এস আই মোহাম্মদ তাজুল ইসলাম এর শহীদ জানান, ট্রেনে কাটা পড়ে তালিম হোসেন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এঘটনায় নিহত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আ. লীগ নিষিদ্ধ চেয়ে প্রধান উপদেষ্টাকে বারবার পত্র দিয়েছে বিএনপি : মির্জা ফখরুল
টাঙ্গাইলে গ্রেফতার আতঙ্কে ভাইয়ের জানাজায় অংশ নেননি আ.লীগের দুই নেতা
বিরামপুরে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু, ছেলে আহত
নতুন সংবিধান প্রণয়ন করতে অনেক সময় লাগবে: আসিফ নজরুল
রাজধানীতে বিদেশি অস্ত্র-বোমাসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার (ভিডিও)
আ.লীগের সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয়ের দাবি নুরুল হক নুরের
লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে ছদ্মবেশে বিমানবন্দরে যান আবদুল হামিদ
সরকারের সিদ্ধান্তের সঙ্গে বিএনপির কথা মিলে গেছে: এ্যানি
নিষিদ্ধ কোনো সংগঠনের কর্মকাণ্ড চলবে না: ডিআইজি
টানা চারদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, নাভিশ্বাস জনজীবনে
ধর্ষণে অন্তঃসত্ত্বা পঞ্চম শ্রেণির ছাত্রী, গ্রেপ্তার চাচা
লঞ্চে দুই তরুণীকে বেল্ট দিয়ে মারধর, নেহালসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
ভারতে ব্লক পিনাকী, ইলিয়াস, কনক ও জুলকারনাইনের ইউটিউব চ্যানেল
চীন-পাকিস্তানের ঘনিষ্ঠতায় আফগানিস্তান, ভারতীয় প্রভাব নিয়ে উদ্বেগে নয়াদিল্লি
এলডিসি থেকে উত্তরণে দ্রুত-সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার
ভারত–পাকিস্তান যুদ্ধবিরতি: কবে শুরু হচ্ছে আইপিএল
‘আওয়ামী লীগ পালিয়েছে’ বলায় বিএনপির ৪ কর্মীকে কুপিয়ে জখম
রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ
ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সরকার শেখ হাসিনার পথেই হাঁটছে: রিজভী