রবিবার, ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

‘ব্রয়লার মুরগির দাম ১৯০ টাকার বেশি হলে ব্যবস্থা’

ব্রয়লার মুরগির দাম ১৯০ টাকার বেশি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর কারওয়ান বাজার এবং মগবাজার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান শেষে ঢাকাপ্রকাশ-কে এ কথা জানান প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

অভিযানকালে এক মুরগি ব্যবসায়ী ২১০ টাকা কেজি বিক্রি করায় তাকে জরিমানা করা হয়। তবে প্রায় সব মুরগি ব্যবসায়ী ২০০ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রি করছেন বলে জানান ভোক্তা অধিদপ্তরের এ কর্মকর্তা।

তিনি আরও জানান, যৌক্তিক মূল্যের বেশি কেউ মুরগি বিক্রি করলে অবশ্যই তাকে শাস্তির আওতায় আসতে হবে। তিনি বিভিন্ন দোকানের ক্রয় মূল্য যাচাই করে বলেন, প্রায় সব মুরগি ব্যবসায়ী ১৭০ টাকা কেজি দরে কিনেছেন। তাই বিক্রি ১৯০ টাকা হতে পারে। এটা যৌক্তিক বলা যায়। এর বেশি কেউ বিক্রি করলে সেটা অযৌক্তিক।

কেউ অযৌক্তিক দামে মুরগি বিক্রি করলে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। এরই অংশ হিসেবে একজন ২১০ টাকা কেজি মুরগি বিক্রি করায় তাকে জরিমানা করা হয়েছে, যোগ করেন তিনি।

অপরদিকে, মগবাজারেও অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মগবাজারের লক্ষীপুর জেনারেল স্টোরে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ পেপসিসহ অন্যান্য ড্রিংসের বোতল পাওয়া যায়।

ভোক্তা অধিকার আইন ভঙ্গ করায় এ সময় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তিনদিনের জন্য দোকানটি জনস্বার্থে বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি।

এ সময়ের মধ্যে সব মেয়াদ উত্তীর্ণ পণ্য দোকান থেকে সরাতেও বলা হয়েছে।

জেডএ/এমএমএ/

 

 

 

Header Ad
Header Ad

রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল ও তাদের সহযোগী সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় শাস্তি দেওয়ার ক্ষমতা দিয়ে সংশোধিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩। এ লক্ষ্যে আইনের দ্বিতীয় সংশোধনীসহ গেজেট প্রকাশ করেছে সরকার।

শনিবার (১০ মে) রাতে রাষ্ট্রপতির অনুমোদনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট গেজেটটি প্রকাশ করা হয়।

নতুন সংশোধিত আইনে বলা হয়েছে, সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (দ্বিতীয় সংশোধনী) অর্ডিন্যান্স, ২০২৫’ জারি করেছেন। এতে ট্রাইব্যুনালকে সংগঠনভিত্তিক বিচারের সুস্পষ্ট আইনি ক্ষমতা দেওয়া হয়েছে।

সংশোধনী অনুযায়ী, “সংগঠন” বলতে বোঝাবে—কোনো রাজনৈতিক দল, তার অধীনস্থ বা সংশ্লিষ্ট অঙ্গসংগঠন, সহযোগী বা সমর্থক সত্তা, কিংবা এমন কোনো ব্যক্তি-গোষ্ঠী, যা ট্রাইব্যুনালের মতে উক্ত সংগঠনের কার্যকলাপ প্রচার, সমর্থন, অনুমোদন, সহায়তা বা সম্পৃক্ততার মাধ্যমে সংশ্লিষ্ট অপরাধে যুক্ত থেকেছে।

আইনের ৩ ধারা ও সংশ্লিষ্ট উপধারার আওতায়, যদি ট্রাইব্যুনাল মনে করে কোনো সংগঠন গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ বা সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত করেছে, নির্দেশ দিয়েছে, ষড়যন্ত্র করেছে, সহায়তা করেছে বা প্ররোচনা দিয়েছে—তাহলে ট্রাইব্যুনাল ওই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করতে পারবে। এমনকি সংগঠনটির নিবন্ধন বা লাইসেন্স বাতিল, স্থগিত এবং সম্পত্তি বাজেয়াপ্ত করতেও ট্রাইব্যুনাল ক্ষমতাবান থাকবে।

এ সংশোধনী আসে এমন এক সময়, যখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ জুলাই আন্দোলনে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরুর উদ্যোগ গ্রহণ করেছে। গত রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, এ সংশোধনীর মাধ্যমে সংগঠনকে বিচারের আওতায় আনার আইনি কাঠামো চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, “গণহত্যার অভিযোগের বিচারে কোনো দল বা সংগঠনকে ছাড় দেওয়ার সুযোগ নেই। সংশোধিত আইনে সেই সক্ষমতা দেওয়া হয়েছে ট্রাইব্যুনালকে।”

প্রসঙ্গত, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে গত তিন দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জুলাই আন্দোলনের বিভিন্ন শরিক দল ও সাধারণ ছাত্র-জনতা। তারা অভিযোগ করছে, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনে আওয়ামী লীগ সরাসরি জড়িত।

Header Ad
Header Ad

ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার গোলাম মর্তুজা। ছবি: ঢাকাপ্রকাশ

ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নেতা গোলাম মতুর্জা। গ্রেফতার গোলাম মর্তুজা (৭২) চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে।

রবিবার (১১ মে) সকাল সাড়ে ১০ টায় দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে গমনের সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে দর্শনা থানা হেফাজতে প্রেরণ করে।

গ্রেফতার গোলাম মর্তুজা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের বাসিন্দা এবং মৃত মেহের আলীর ছেলে। তিনি ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৯-২০১৪ মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোলাম মর্তুজার বিরুদ্ধে দর্শনা থানায় একটি এফআইআর (মামলার সাধারণ ডায়েরি) রয়েছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি দর্শনা থানা হেফাজতে রয়েছেন।

Header Ad
Header Ad

সরকার শেখ হাসিনার পথেই হাঁটছে: রিজভী

ছবি: সংগৃহীত

সরকারের সাম্প্রতিক আচরণ দেখে মনে হচ্ছে তারা শেখ হাসিনার পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আয়োজিত শুভেচ্ছা শোভাযাত্রার শুরুতে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, মানুষ দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়। কিন্তু সরকার এই বিষয়ে নীরব। এতে জনগণের মধ্যে সন্দেহ ও আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। সরকারের সাম্প্রতিক আচরণ দেখে মনে হচ্ছে, তারা আবারও শেখ হাসিনার পুরোনো কৌশলের পথেই এগিয়ে চলেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা শিশু-কিশোরদের হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। তিনি লোক দেখানো নামাজের কথা বলতেন। এ দেশের মানুষ শেখ হাসিনা ও খালেদা জিয়ার পার্থক্য স্পষ্টভাবে দেখতে পেয়েছে। তারা বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করে, কারণ তিনি ছিলেন প্রকৃত গণতন্ত্রের পক্ষে, আপসহীন এক নেতৃত্বের প্রতীক।

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ নিয়ে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিবাদের প্রতিনিধি আবদুল হামিদ কীভাবে দেশ ত্যাগ করলেন? তার লাল পাসপোর্ট কি এখনও বৈধ? উপদেষ্টারা থাকতেও কেন এসব রোধ করা গেল না?

সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে রিজভী বলেন, সাতক্ষীরা ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে অবাধে লোক ঢুকছে। অথচ সরকারের তরফে কোনো সুনির্দিষ্ট প্রতিরোধ নেই। ভারতের সঙ্গে যে বন্ধুত্ব, তা প্রকৃত বন্ধুত্ব নয়। তারা বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিকভাবে অপপ্রচার চালায়। অথচ বাংলাদেশ বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ, যা অনেক দেশের কাছেই ঈর্ষণীয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ
ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সরকার শেখ হাসিনার পথেই হাঁটছে: রিজভী
লা লিগার মোড় ঘুরাতে আজ এল ক্লাসিকোতে মুখোমুখি বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ
দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে ভাইয়ের বাসায় খালেদা জিয়া
যুদ্ধবিরতির ২৪ ঘণ্টা না যেতেই ভারত-পাকিস্তানকে ট্রাম্পের নতুন প্রস্তাব
মেসির দুর্দান্ত গোলেও রক্ষা হয়নি, মিনেসোটার কাছে বিধ্বস্ত ইন্টার মায়ামি
‘এই মোটু’ বলে কটাক্ষ, রেগে গিয়ে গুলি
গেজেটের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
আবারও শাহবাগ অবরোধ
বিশ্ব মা দিবস আজ
আইনের মাধ্যমে আ.লীগ নিষিদ্ধের প্রক্রিয়া ইতিবাচক মনে করে বিএনপি
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই
জুলাই ঘোষণাপত্র ৩০ কর্মদিবসের মধ্যে
‘লীগ ধর, জেলে ভর’: হাসনাত আব্দুল্লাহ
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ
অবশেষে ছোট সাজ্জাদের আলোচিত স্ত্রী তামান্না গ্রেফতার
আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা
আমরা ফ্লাই করার ২০ মিনিট পর এয়ারপোর্টে মিসাইল পড়ে: রিশাদ
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: এক ঘণ্টার মধ্যে কাশ্মীরে আবারও ড্রোন হামলা