ইফতার বিক্রিতে ব্যস্ত মাহিয়া মাহি

২৪ মার্চ ২০২৩, ০৬:৫৭ পিএম | আপডেট: ০৭ জুন ২০২৩, ০২:০২ পিএম


ইফতার বিক্রিতে ব্যস্ত মাহিয়া মাহি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। সন্তানসম্ভবা হওয়ায় আপাতত সিনেমা থেকে দূরে আছেন তিনি। গেল সপ্তাহেই ওমরাহ পালন করে এসেছেন তিনি। দেশে আসার পরই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হয়েছিল এই অভিনেত্রীকে। যদিও গ্রেপ্তারের দিনেই জামিনে মুক্ত হন মাহি।

সেই আলোচনা শেষ হতে না হতেই এবার ইফতার বিক্রি করতে দেখা গেল মাহিকে। রমজানের প্রথম দিনে শুক্রবার (২৪ মার্চ) নিজের রেস্টুরেন্টে ইফতার বিক্রি নিয়ে ব্যস্ত এই নায়িকা।

২০২২ সালে গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে এক কিলোমিটার গেলেই তেলিপারা বাজারে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন মাহি। তার রেস্টুরেন্টের নাম ফারিশতা।

সেখান থেকেই বিকাল ৪টার দিকে ফেসবুক লাইভে আসেন মাহি। ঘুরে ঘুরে ভিডিওতে দেখান তার রেস্টুরেন্টে ইফতার বিক্রির দৃশ্য। এসময় সঙ্গে দেখা যায় তার স্বামী রাকিব সরকারকেও।

কেএম/এসজি