মঙ্গলবার, ৭ মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

কানের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট আইরিস নোব্লখ

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর কান চলচ্চিত্র উৎসব। এই উৎসব এবার পেল প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট। তার নাম আইরিস নোব্লখ। তবে তিনি ফরাসি নন, একজন জার্মান মহিলা। তিনি ওয়ার্নেরমিডিয়ার সাবেক প্রধান নির্বাহি ছিলেন পাঁচটি দেশে।

গত ২৩ মার্চ তাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ১ জুলাই তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। এই প্রতিবেদককে কান চলচ্চিত্র উৎসব থেকে পাঠানো খবরে এই তথ্য নিশ্চিত করেছেন কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ।

তিনি পিয়েরে লেসকিউরের স্থলাভিষিক্ত হবেন। ২০১৪ সালে প্রথম নির্বাচনের মাধ্যমে তিনি কান উৎসবের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। এ বছরের ৩০ জুন তার মেয়াদ শেষ হবে।
তিন বছর মেয়াদের জন্য আইরিস নোব্লখকে বিশ্বের অন্যতম সেরা এই চলচ্চিত্র উৎসবটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে ২০২৩ থেকে ২০২৫ সালের টানা তিনটি কান চলচ্চিত্র উৎসবের প্রধানের দায়িত্ব পালন করবেন।

কান কর্তৃপক্ষ জানিয়েছেন, ২৩ মার্চ, বুধবার কান চলচ্চিত্র উৎসবের প্রশাসনিক বোর্ড তাদের প্রধানের জন্য ভোটাভুটিতে গিয়েছে। তার পক্ষে ১৬টি, বিপক্ষে ছয়টি ভোট পড়েছে। তিনজন ভোট দিতে আসেননি।

এই নির্বাহি কর্মকর্তার জন্ম জার্মানিতে। বহু বছর প্যারিসে তার জীবন কাটিয়েছেন। ওয়ার্নেরমিডিয়ায় ১৯৯৬ সালে যোগদান করেছেন। তাদের মিডিয়াটি মার্কিন গণমাধ্যম ও নানা ধরণের বিনোদন কম্পানিগুলোর মিশ্রণ। এখানেই পেশা জীবনের ২৫টি বছর অতিবাহিত করেছেন আইরিস নোব্লখ। জৈষ্ঠ্য কটি পদে কাজ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস, লন্ডন ও প্যারিসে। উচ্চতম পদেও পৌঁছেছেন।

জার্মানি ও সুইজারল্যান্ডে ওয়ার্নেরমিডিয়ার প্রেসিডেন্ট পদে কর্মকাল অতিবাহিত করেছেন। ২০০৬ সাল থেকে ওয়ার্নের ব্রস এন্টারটেইনমেন্ট ফ্রান্স ও বেনেলেকের প্রেসিডেন্ট পদে কাজ করেছেন। বেনেলাক্স হলো তিনটি পাশাপাশি দেশের ত্রিপক্ষীয় অর্থনৈতিক অঞ্চল-বেলজিয়াম, দি নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ। ২০২১ সালের মাঝামাঝিতে তিনি এই বহুজাতিক প্রতিষ্ঠানটি থেকে অবসর গ্রহণ করেছেন।

উৎসব কমিটি তার নির্বাচিত হওয়া নিশ্চিতের পর তিনি একটি বিবৃতিতে বলেছেন-‘আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি যে, ফ্রান্স আমাকে কান চলচ্চিত্র উৎসবের প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। একজন হৃদয় দিয়ে অনুভব করা ইউরোপিয়ান হিসেবে আমি আমার ক্যারিয়ারের পুরোটা সময় জুড়ে চলচ্চিত্রের পাশে দাঁড়িয়েছি-ফ্রান্সে ও আন্তর্জাতিকভাবে। আমাকে এই আন্তর্জাতিকভাবে উদ্দীপনা ছড়ানো ইভেন্টটির প্রধান নির্বাচিত করায় সত্যিই রোমাঞ্চিত বোধ করেছি। এটি একটি প্রধান উৎসব, যেটি বিশ্বের সাংস্কৃতিক জীবনযাপনকে অব্যাহত রাখতে চাবিকাঠি হিসেবে কাজ করে।’

কান চলচ্চিত্র উৎসবের প্রেসিডেন্টের পদটি অবৈতনিক। এটি মূলত প্রতিনিধিত্বমূলক, তিনিই কান চলচ্চিত্র উৎসবের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তবে তিনি তাদের ছবি নির্বাচন প্রক্রিয়ায় আনুষ্ঠানিভাবে অংশগ্রহণ করেন না। উৎসবের সময় প্রতিদিনের ইভেন্টগুলোতেও অংশগ্রহণ করেন না। এই কাজের দায়িত্ব ডেলিগেট জেনারেলের।

কান চলচ্চিত্র উৎসবের প্রেসিডেন্ট তাদের পেশাদার ভুবন ও মানুষের সমর্থনকে বিকশিত করেন। আইরিস নোব্লখের স্টুডিওগুলোতে যোগাযোগ তার পক্ষে কাজ করবে বলে বিশ্বাস করেছেন নির্বাচকরা।

ওএস।

Header Ad

ঢাকায় বিএনপির সমাবেশ ১০ মে

ছবি: সংগৃহীত

রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মিথ্যা মামলা প্রত্যাহারসহ সব কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ।

শুক্রবার (১০ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (৭ মে) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে ১০ মে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

তিনি জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব রফিকুল আলম মজনু।

এছাড়া ৮ মে (বুধবার) বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলেও জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু।

নির্বাচনে প্রভাব বিস্তার বড় সমস্যা না : সিইসি

ছবি: সংগৃহীত

আসন্ন উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তারের বিষয়টি বড় সমস্যা হয়ে দাঁড়াবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (৬ মে) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচনে কোন দল থেকে কে দাঁড়াল সেটি ইসির দেখার বিষয় নয়। আমাদের কাজ নির্বাচন পরিচালনা করা।

হাবিবুল আউয়াল বলেন, আমরা দেখছি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কেমন। দলীয় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কিনা সেটা আমরা দেখব না।

তিনি আরও বলেন, আইনে আছে নির্বাচনে যদি একজন প্রার্থী থাকেন তাহলে তিনি নির্বাচনে জয়ী ঘোষিত হবেন। কেউ যদি এভাবে বিজয়ী হয়ে থাকেন সেটা আইন অনুযায়ী।

সিইসি আরও বলেন, প্রার্থীদের দলীয় সিদ্ধান্ত না মানার বিষয়ে ইসি বেকায়দায় নেই। এটা পুরাটাই রাজনৈতিক নৈতিকতার বিষয়।

এদিকে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ৬ থেকে ১০ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

এ ছাড়া ভোট উপলক্ষে বুধবার ১৪১টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

উল্লেখ্য, মোট চার ধাপের এই নির্বাচনের পরবর্তীতে তিন ধাপের ভোট ২৩, ২৯ মে ও ৫ জুন অনুষ্ঠিত হবে।

যেভাবে জানা যাবে এসএসসি ও সমমানের ফল

ছবি: সংগৃহীত

আগামী রোববার (১২ মে) চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এদিন সকাল সাড়ে ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসার মো. আবুল বাসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ মে সকাল ১১টায় এসএসসি পরীক্ষা ২০২৪-এর ফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।

ফল দেখার নিয়মে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের Result কর্নার-এ ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেয়া হলো।

এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সে ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেয়া হবে।

এছাড়া শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (educationboardresults.gov.bd) প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন। একইভাবে অন্যবোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

সর্বশেষ সংবাদ

ঢাকায় বিএনপির সমাবেশ ১০ মে
নির্বাচনে প্রভাব বিস্তার বড় সমস্যা না : সিইসি
যেভাবে জানা যাবে এসএসসি ও সমমানের ফল
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কভার্ডভ্যান-ট্রাক সংঘর্ষে একজন নিহত, যান চলাচল স্বাভাবিক
স্বাভাবিক রুটিনে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু
উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, দুই নম্বর হুঁশিয়ারি সংকেত
হজ ভিসায় সৌদি আরবের নতুন নিয়ম
অ্যান্ড্রয়েড ফোনে ভয়ংকর ত্রুটির খোঁজ, নিরাপত্তাঝুঁকিতে শতকোটি ব্যবহারকারী
গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হামাস
প্রতিষ্ঠাবার্ষিকীতে এবারও বিএনপিকে দাওয়াত করা হবে: ওবায়দুল কাদের
গোবিন্দগঞ্জে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সমাপনী
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আরও ৩ জনকে বহিষ্কার করল বিএনপি
আপাতত চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেই: জনপ্রশাসনমন্ত্রী
ঝিনাইদহ-১ উপনির্বাচন স্থগিত
প্রিমিয়ার লিগে বিধ্বংসী বোলিংয়ে নতুন রেকর্ড গড়লেন রাজা
দুদকের ‘ধাওয়ায়’ বিদেশ পালিয়েছেন বেবিচকের ৭ কর্মকর্তা
জনগণকে কবর দিয়ে আ.লীগ ক্ষমতায় থাকতে চায়: রিজভী
‘মঙ্গল গ্রহে গেলেও সেরা ক্লাব হবে রিয়াল মাদ্রিদ’
আমার জীবনের পাঁচটা বছর আমি গাঁজা খেয়ে নষ্ট করেছি : হানি সিং