বিনোদন

এবার ইংল্যান্ডে মু‌ক্তি পাচ্ছে '‌মিশন এক্স‌ট্রিম'


প্রতিনিধি, লন্ডন
প্রকাশ :০৫ জানুয়ারি ২০২২, ০২:২২ এএম

এবার ইংল্যান্ডে মু‌ক্তি পাচ্ছে '‌মিশন এক্স‌ট্রিম'

এবার ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে মু‌ক্তি পাবে বাংলা চলচ্চিত্র 'মিশন এক্সট্রিম'। একযোগে তিন দেশের মোট ১৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত এ চলচ্চিত্র। এর আগে ৩ ডিসেম্বর বাংলা‌দে‌শের সঙ্গে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পেয়েছে এটি।

এ উপলক্ষে মঙ্গলবার (৪জানুয়া‌রি) ইংল্যা‌ন্ডের লন্ডন বাংলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সি‌নেমা‌টির ইউরোপ ডিস্ট্রিবিউটর রিভেইরি ফিল্ম।

মূলধারার সিনেমা হল সিনেওয়ার্ল্ড ইংল্যা‌ন্ডে ১০টি, স্কটল্যান্ডে ২টি ও আয়ারল্যা‌ন্ডে ১টি হ‌লে ৭৭টি শো দেখাবে।

রিভেইরি ফিল্মের ম্যানেজিং ডিরেক্টর রিন্টু চৌধুরী বলেন, এই প্রথমবারের মতো ইউকে, আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের সিনেওয়ার্ল্ড সিনেমাতে আসছে বাংলা মুভি মিশন এক্সট্রিম। ৭ জানুয়ারি থেকে সিনেওয়ার্ল্ড লন্ডন ইলফোর্ড, ওয়েস্ট ইন্ডিয়া কি, লুটন, ডাবলিন, সুইনডন, মিল্টন কেইনস, বার্মিংহাম, ব্র্যাডফোর্ড, ব্রিস্টল, কার্ডিফ, গ্লাসগো, এবারডিন ও এডিনবরায় চলবে ।

বাংলাদেশে ব্যাপক প্রশংসিত আন্তর্জাতিক মানের এই সিনেমা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বিশ্বের বিভিন্ন মহলে। তাই এই সিনেমা দেখে বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে নিয়মিত করার আহ্বান জানান সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা বিখ্যাত অভিনেতা স্বাধীন খসরু।

সংবাদ স‌ম্মেল‌নে ব্রিটিশ বাংলাদেশি ফিল্ম ডিরেক্টর মিনহাজ কিবরিয়াও উপ‌স্থিত ছি‌লেন।

প্রসঙ্গত, সি‌নেমা‌টি পরিচালনা করেছেন ঢাকা অ্যাটাক মুভির লেখক ও পরিচালক সানী সানোয়ার ও ফয়সল আহমেদ।

টিটি/