বিনোদন

সবাইকে কারাগারে ঢুকতে বললেন চঞ্চল চৌধুরী


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ :২১ ডিসেম্বর ২০২২, ০৪:৩৯ এএম

সবাইকে কারাগারে ঢুকতে বললেন চঞ্চল চৌধুরী

বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাদনা এখনো শেষ হয়নি। যদিও চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন মেসির দল আর্জেন্টিনা। এবার দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী তার সঙ্গে সবাইকে কারাগারে ঢুকতে বললেন। চঞ্চল চৌধুরী তার ফেসবুকে জলরঙের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে সবাইকে এই আহ্বান জানান।

চঞ্চল তার ক্যাপশনে লেখেন, “বিশ্বকাপ শেষ, সময় বেশি নাই। প্রস্তুত হয়ে যান। সবাইকে আমার সঙ্গে ‘কারাগার’এ ঢুকতে হবে। কী??? ভয় পাচ্ছিস????’ তারপর ২২ ডিসেম্বর উল্লেখ করেন এই অভিনেতা।

চঞ্চল অভিনীত হইচই অরিজিনাল সিরিজ কারাগার পার্ট ১ রিলিজের পর দুই বাংলার দর্শকেরা ওয়েব সিরিজটিকে গ্রহণ করেছিল। ইতোমধ্যেই মঙ্গলবার (৬ ডিসেম্বর) কারাগার দ্বিতীয় পর্বের অফিসিয়াল ট্রেইলার প্রকাশিত হয়েছে। ২২ ডিসেম্বর হইচই অরিজিনাল সিরিজ কারাগার এর দ্বিতীয় পর্ব রিলিজ করা হবে। তাই এভাবে দর্শকদের কারাগার এ দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়েছেন জনপ্রিয় এ অভিনেতা।

কারাগারের প্রথম পর্বে দেখানো হয়েছিল আকাশনগর সেন্ট্রাল জেলের গল্প যেখানে জেলটির ১৪৫ নম্বর সেলে আবির্ভাব হয়েছিল এক রহস্যমানবের। ১৪৫ নম্বর সেল এমন একটি কারাকক্ষ, যা বিগত ৫০ বছর ধরে তালাবন্ধ ছিল। সেই রহস্যমানবের রহস্য ঘনীভূত হয়ে এমন এক জায়গায় প্রথম পর্ব শেষ হয়েছিল।

মিস্ট্রিম্যান চরিত্রে রূপদানকারী চঞ্চল চৌধুরী বলেন, ‘কারাগার প্রথম পর্বের যে সাড়া আমরা পেয়েছি তা অভাবনীয়। দর্শকদের প্রতিক্রিয়া ও ভালোবাসায় আমাদের পুরো টিম সিক্ত হয়েছে। দ্বিতীয় পর্বে আমাকে সম্পূর্ণ ভিন্ন দুইটি রূপে দেখা যাবে। যদিও বিস্তারিত এখন কিছু বলা যাচ্ছে না। শুধু এটুকু বলতে পারি যে গল্পের গতিবিধি যেভাবে বিস্তার লাভ করেছে, দর্শক তাতে মুগ্ধ হবে।’
কারাগার নির্মাণ করেছেন পরিচালক সৈয়দ আহমেদ শাওকী। এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, আফজাল হোসেন, বিজরী বরকতুল্লাহ, তানভিন সুইটি, জয়ন্ত চট্টোপাধ্যায়, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

এএম/এসএন