মামলা না করেই ফিরে গেলেন শাকিব খান

১৯ মার্চ ২০২৩, ০৩:০৩ পিএম | আপডেট: ২৯ মার্চ ২০২৩, ১২:৪৮ পিএম


মামলা না করেই ফিরে গেলেন শাকিব খান

‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ সিনেমাটির নায়ক শাকিব খানের বিরুদ্ধে শিডিউল ফাঁসানো এবং এক নারী সহকারী প্রযোজককে ধর্ষণের অভিযোগ আনার পর মামলা করতে গিয়ে ফিরে গেলেন শাকিব।

শনিবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে ওই প্রযোজকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করতে গুলশান থানায় যান এই নায়ক। তবে মামলা না নিয়ে পুলিশ শাকিবকে কোর্টে গিয়ে মামলা করার পরামর্শ দিয়েছে।

‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ। তিনি সিনেমাটির নায়ক শাকিব খানের বিরুদ্ধে শিডিউল ফাঁসানো এবং এক নারী সহকারী প্রযোজককে ধর্ষণের অভিযোগ এনেছেন। ১৫মার্চ এই প্রযোজক এফডিসির তিন সমিতি বরাবর লিখত অভিযোগ এনেছেন।

অভিযোগের পর ১৬ মার্চ বিকালে গুলশানের একটি রেস্তোরাঁয় বিষয়টি মীমাংসারা জন্য প্রযোজকের কাছে শাকিবকে ডেকে নিয়ে যান অপু বিশ্বাস ।

এ সময় প্রয়োজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরুও ছিলেন। তারা ওই প্রযোজককে নিয়ে সমঝোতার জন্য বৈঠকে বসেন। কিন্তু ঘণ্টাব্যাপী সেই আলোচনায় কোনো সমাধান হয়নি।

শাকিব খান মামলা করতে যাচ্ছেন খবর পেয়েই গুলশান থানায় ছুটে যান গণমাধ্যমকর্মীরা। মামলা করতে না পেরে রাত ১টার দিকে বেরিয়ে আসেন শাকিব।

এএম/এমএমএ/


বিভাগ : বিনোদন