পুত্র সন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহি

২৯ মার্চ ২০২৩, ০১:০০ এএম | আপডেট: ০৭ জুন ২০২৩, ০১:১০ পিএম


পুত্র সন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহি

পুত্র সন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (২৮ মার্চ) রাত ১১টার দিকে তিনি একটি বেসরকারি হাসপাতালে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন বলে জানা গেছে। বর্তমান মা ও সন্তান ভালো আছে।

এর আগে গত ১২ সেপ্টেম্বর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মাহি জানিয়েছিলেন, মা হতে চলেছেন তিনি। যখন স্ট্যাটাস দিয়েছিলেন মাহি, তখন তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

২০২২ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ।

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’ দিয়ে যাত্রা শুরু করেন মাহি। এরপর বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দেন এই নায়িক।

এএম/এমএমএ/


বিভাগ : বিনোদন