পরিবেশ-জলবায়ু

ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা স্থিতিশীল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :৩০ জুন ২০২৫, ০৪:০৩ এএম

ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা স্থিতিশীল
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

তাপমাত্রা প্রসঙ্গে পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ, যা আর্দ্র ও একটু অস্বস্তিকর আবহাওয়ার ইঙ্গিত দিচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের এ পূর্বাভাস অনুযায়ী রাজধানী ও আশপাশের বাসিন্দাদেরকে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া যেতে পারে, বিশেষ করে যারা বাইরে বের হবেন।