
রাজধানী
শাহজালাল বিমানবন্দরে পার্কিংয়ে থাকা বোয়িং বিমানে লাগেজ ট্রলির ধাক্কা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে ধাক্কা দিয়েছে একটি লাগেজ খাঁচা ট্রলি। এতে বিমানটির বাইরের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনার সময় বিমানে কোনো যাত্রী ছিল না বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৬টার দিকে ব্যাংকক থেকে ফ্লাইট বিজি-৩৮৯ ঢাকায় অবতরণ করে। নির্ধারিত পার্কিং বেতে যাত্রী নামানোর পর লাগেজ আনলোড করার জন্য খাঁচা ট্রলি আনা হয়।
ঘটনাটি ঘটে যখন পার্শ্ববর্তী পার্কিং বেতে থাকা একটি ড্যাশ ৮ উড়োজাহাজ অভ্যন্তরীণ রুটে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। উড্ডয়নের ঠিক আগমুহূর্তে প্লেনটির পাখা থেকে সৃষ্ট শক্তিশালী বাতাসে লাগেজ ট্রলিটি সরাসরি গিয়ে আঘাত করে পার্কিংয়ে থাকা বোয়িং ৭৩৭-৮০০ বিমানে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর বলেন, “ট্রলিটি চলমান ছিল না, বরং স্থির অবস্থায় ছিল। তবে ড্যাশ ৮ বিমানের পাখার বাতাসের কারণে এটি গড়িয়ে গিয়ে বোয়িংটিতে ধাক্কা দেয়।”
তিনি আরও জানান, ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারদের একটি দল পাঠানো হয়েছে এবং তারা বিমানটির ক্ষয়ক্ষতির মাত্রা যাচাই করছেন। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।