বুধবার, ১৯ মার্চ ২০২৫ | ৫ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ইলন মাস্ক: সময়ের আলোচিত মুখ

শৈশবে বই পড়তে ভালোবাসতেন। আইজাক আসিমভের ফাউন্ডেশন সিরিজের বই পড়ে উপলব্ধি করেন, সভ্যতার বিকাশে অন্ধকার যুগের সম্ভাবনা ও স্থায়িত্বকাল কমাতে পদক্ষেপ নেওয়া উচিত। মাত্র দশ বছর বয়সে কমোডর ভিআইসি-২০ কম্পিউটার নাড়াচাড়া করতে করতে তিনি হয়ে গেলেন প্রোগ্রামার।

১২ বছর বয়সে বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরি করে ফেললেন ভিডিও গেম ‘ব্লাস্টার’। প্রযুক্তি জগতে পদার্পণের শুরুর দিকে নানা ব্যর্থতার মুখোমুখি হলেও তিনি এখন সময়ের আলোচিত মুখ। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিটির নাম ইলন মাস্ক। সম্প্রতি তাকে বর্ষসেরা ব্যক্তিত্ব বা ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করেছে মার্কিন সাময়িকী ‘টাইম’ ম্যাগাজিন। তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ২৮১ বিলিয়ন ডলারেরও বেশি। পরিবহনের ধারণা বদলে দিয়ে প্রযুক্তির নতুন দ্বার উন্মোচন করেছেন তিনি। ব্যাটারিচালিত গাড়ি, পাতাল পরিবহন আর পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরির মাধ্যমে বিজ্ঞানকে সমৃদ্ধ করেছেন প্রযুক্তিখাতের এই পথপ্রদর্শক।

১৯৯৫ সালে ইলন মাস্ক তার ভাই কিম্বল এবং গ্রেগ কৌরি এঞ্জেল ওয়েব সফটওয়্যার সংস্থা জিপ-২ প্রতিষ্ঠা করেছিলেন। সংস্থাটি মানচিত্র, দিকনির্দেশনাসহ সংবাদপত্র প্রকাশনা শিল্পের জন্য একটি ইন্টারনেট সিটি গাইড তৈরি করে তা বাজারজাত করে। ১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে ৩০৭ মিলিয়ন ডলারে জিপ-২ কিনে নেয় কমপ্যাক।

ইলন মাস্ক এরপর প্রতিষ্ঠা করলেন পেপাল। অনলাইনে অর্থ আদান-প্রদান এবং কেনাকাটার বিল পরিশোধ করার জনপ্রিয় মাধ্যম পেপাল। ইলন মাস্ক হলেন পেপাল এর অন্যতম সহপ্রতিষ্ঠাতা। বর্তমানে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় রীতিমতো নেতৃত্ব দিচ্ছে পেপাল। বিশ্বের ২০০টির অধিক দেশে ৩৬০ মিলিয়নের বেশি ব্যবহারকারী রয়েছে পেপালের।

২০০১ সালে মাস্ক মঙ্গল ওসিসকে কল্পনা করে মঙ্গল গ্রহে একটি ক্ষুদ্র গ্রিনহাউস তৈরির ধারণা দেন। যা ফসল বাড়ানোর ক্ষেত্রে সাহায্য করবে এবং মহাকাশ অনুসন্ধানে মানুষকে উদ্বুদ্ধ করবে। মাস্ক ২০০২ সালের মে মাসে স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্পস (স্পেসএক্স) প্রতিষ্ঠা করেন। তিনটি ব্যর্থ লঞ্চের পরে স্পেসএক্স ২০০৮ সালে ফ্যালকন ১ চালু করতে সফল হয়। এটি পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর প্রথম ব্যক্তিগত তরল-জ্বালানী রকেট ছিল।

প্রচলিত রকেট একবার মহাশূন্যে গিয়ে আর ফেরে না। এই ভাবনা থেকে মাস্ক ২০১৪ সালে পুনরায় ব্যবহারযোগ্য রকেট তৈরির লক্ষ্যে কাজ করে। চারবারের চেষ্টায় মহাকাশে রকেট পাঠাতে সফল হয় স্পেসএক্স।

স্পেসএক্স পরে সফলভাব সমুদ্র-ভিত্তিক পুনরুদ্ধার প্ল্যাটফর্ম, স্বায়ত্তশাসিত স্পেসপোর্টের ড্রোন জাহাজে ল্যান্ডিং করতে সক্ষম হয়। ২০১৮ সালে স্পেসএক্স ফ্যালকন হেভি চালু করে। ২০১৭ সালে স্পেসএক্স তার পরবর্তী প্রজন্মের প্রবর্তন গাড়ি এবং মহাকাশযান সিস্টেম, বিগ ফ্যালকন রকেট (বিএফআর) উন্মোচন করে।

২০১৮ সালে স্পেসএক্স একটি চন্দ্র টার্নিভিগেশন মিশন-২০২৩ ঘোষণা করে। যা একটি বেসরকারি বিমান। ২০২০ সালে স্পেসএক্স তার প্রথম চালিত ফ্লাইট ডেমো-২ চালু করে। এখন স্পেসএক্সের বাজারমূল্য ১০০ বিলিয়ন ডলারের ওপরে।

ইলন মাস্ক প্রতিষ্ঠা করলেন ব্যাটারিচালিত গাড়ি তৈরির কোম্পানি টেসলা। ২০০৮ সালে রোডস্টার নামে একটি বৈদ্যুতিক স্পোর্টস গাড়ি তৈরি করেছিল এ কোম্পানি। এটি লিথিয়াম-আয়ন ব্যাটারি কোষ ব্যবহার করার জন্য প্রথম উৎপাদিত সর্ববৈদ্যুতিক গাড়ি। ২০২০ সালে সবচেয়ে মূল্যবান গাড়ি প্রস্তুতকারক হয়ে উঠেছে এ কোম্পানি। টেসলা এখনকার বাজারে অন্যতম এক ব্র্যান্ড। কোম্পানির বাজারমূল্য এক ট্রিলিয়ন ডলারের বেশি।

মাস্ক ২০০৮ সালে সিইও এবং পণ্য স্থপতি হিসেবে সংস্থার নেতৃত্ব গ্রহণ করেছিলেন। ২০১৯ সালের হিসাব অনুযায়ী ইলন মাস্ক বিশ্বে মোটরগাড়ি প্রস্তুতকারক কোম্পানির দীর্ঘমেয়াদী সিইও।

এ ছাড়া ইলন মাস্ক সোলারসিটির চেয়ারম্যান ও দি বোরিং কোম্পানির প্রতিষ্ঠাতা। নিউরোটেকনোলজি স্টার্টআপ সংস্থা নিউরালিংকের সহ-প্রতিষ্ঠাতা হিসেবেও সফলতার দৃষ্টান্ত রাখেন তিনি।

ইলন রিভ মাস্ক দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে ১৯৭১ সালের ২৮ জুন জন্মগ্রহণ করেন। তার মা মেই মাস্ক একজন মডেল এবং ডায়েটিশিয়ান। তিনি কানাডার সাসকাচোয়ানে জন্মগ্রহণ করেন। তবে বড় হয়েছেন দক্ষিণ আফ্রিকাতে। ইলন মাস্কের বাবা হলেন দক্ষিণ আফ্রিকার একজন তড়িৎ প্রকৌশলী, বৈমানিক, নাবিক, পরামর্শক এবং সম্পত্তি বিকাশকারী। তার একটি ছোট ভাই কিম্বল এবং একটি ছোট বোন টসকা আছে। তার নানা জশুয়া হাল্ডম্যান একজন আমেরিকান বংশদ্ভূত কানাডিয়ান নাগরিক। তার দাদি ব্রিটিশ এবং পেনসিলভেনিয়া ডাচ বংশদ্ভুত।

১৯৮০ সালে তার বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদের পর মাস্ক বেশিরভাগ সময় তার পিতার সঙ্গে প্রিটোরিয়া শহরে থাকতেন। বিবাহ বিচ্ছেদের দুই বছর পরে তিনি বাবার সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের জন্য আফসোসও করেছিলেন মাস্ক।

কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সহজতর হবে জেনে মাস্ক কানাডিয়ান বংশোদ্ভূত মায়ের মাধ্যমে কানাডার পাসপোর্টের জন্য আবেদন করেন। ভিসা প্রাপ্তির কাগজপত্রের জন্য অপেক্ষারত অবস্থায় তিনি ছয় মাস প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। যার ফলে তিনি দক্ষিণ আফ্রিকার বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ এড়াতে পেরেছিলেন।

১৯৮৯ সালের জুন মাসে কানাডায় আসার পর মন্ট্রিয়লে তার দাদার ভাইকে খুঁজে বের করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হন। এ সময় তিনি তরুণদের জন্য নির্মিত একটি হোস্টেলে থাকতেন। এরপর তিনি সাসকাচোয়ানের পশ্চিমে তার এক খালাতো ভাইয়ের সঙ্গে চলে যান। তিনি এক বছর সেখানে থাকা অবস্থায় একটি খামারে ও কাঠের কারখানায় কাজ করতেন।

১৯৯০ সালে মাস্ক কানাডার অন্টারিও রাজ্যের কিংস্টন শহরের কুইন্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। দুই বছর পর তিনি পেন্সিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হন। ১৯৯৭ সালে এই বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুল থেকে অর্থনীতিতে ও ইউপ্যান স্কুল অব আর্টস অ্যান্ড সায়েন্স হতে পদার্থ বিজ্ঞানের ওপর স্নাতক সম্পন্ন করেন।

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় কানাডিয়ান লেখক জাস্টিন উইলসনের সঙ্গে দেখা হয় মাস্কের। তারা ২০০০ সালে বিয়ে করে এবং ২০০৮ সালে পৃথক হয়। তাদের প্রথম ছেলে নেভাদা আলেকজান্ডার মাস্ক। ১০ সপ্তাহ বয়সে আকস্মিক শিশু মৃত্যুর সিন্ড্রোমে (এসআইডিএস) মারা যায় তার প্রথম সন্তান।

২০০৮ সালে মাস্ক ইংরেজ অভিনেত্রী তালুলাহ রিলের সঙ্গে দ্বিতীয় সম্পর্কে জড়ান। ২০১০ সালে এই দম্পতি বিয়ে করেন। ২০১২ সালে মাস্ক ও রিলে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেয়। ২০১৩ সালে তারা পুনরায় বিয়ে করেন। ২০১৪ সালের ডিসেম্বরে মাস্ক দ্বিতীয় বিবাহবিচ্ছেদের আবেদন করেন। তবে পদক্ষেপটি প্রত্যাহার করা হয়। ২০১৬ সালে তার দ্বিতীয় বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।

অ্যাম্বার হিয়ার্ডের সঙ্গে ২০১২ সালে সাক্ষাৎ হয় মাস্কের। ২০১৭ সালে জনি ডেপের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর মাস্কের বিরুদ্ধে হিয়ার্ডের সঙ্গে সম্পর্ক ছিল বলে অভিযোগ করা হয়েছিল।

ইলন মাস্ক ও গ্রিমস

২০১৮ সালের মে মাসে মাস্ক এবং কানাডিয়ান সংগীতশিল্পী গ্রিমস প্রকাশ করেছেন যে, তারা সম্পর্কে জড়িয়েছেন। গ্রিমস ২০২০ সালের মে মাসে তাদের পুত্রের জন্ম দেন।

২০০০ সালের গোড়ার দিক থেকে ২০২০ সালের শেষের দিক পর্যন্ত মাস্ক ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস অঞ্চলে বাস করতেন। যেখানে টেসলা এবং স্পেসএক্স উভয়ই প্রতিষ্ঠিত ছিল। যেখানে তাদের সদরদপ্তর এখনও রয়েছে। ২০২০ সালের ডিসেম্বর থেকে মাস্ক টেক্সাসে বসবাস করছেন।

টিটি/এসএ/

Header Ad
Header Ad

সোনার দাম ফের বাড়ল

ছবি: সংগৃহীত

ঈদের আগে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (১৮ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম বুধবার (১৯ মার্চ) থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী:

২২ ক্যারেটের সোনা: এক ভরি (১১.৬৬৪ গ্রাম) ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা (১ হাজার ৪৭০ টাকা বৃদ্ধি)।
২১ ক্যারেটের সোনা: এক ভরি ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা (১ হাজার ৪০০ টাকা বৃদ্ধি)।
১৮ ক্যারেটের সোনা: এক ভরি ১ লাখ ২৬ হাজার ৭৭৬ টাকা (১ হাজার ২০১ টাকা বৃদ্ধি)।
সনাতন পদ্ধতির সোনা: এক ভরি ১ লাখ ৪ হাজার ৪৯৮ টাকা (১ হাজার ২৭ টাকা বৃদ্ধি)।

যদিও সোনার দাম বৃদ্ধি পেয়েছে, তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৬ মার্চ সোনার দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়, যা পরদিন থেকে কার্যকর হয়েছিল।

Header Ad
Header Ad

চুয়াডাঙ্গায় শিশু খাদ্য, কাপড় ও কসমেটিক্সের দোকান মালিককে ৪৪ হাজার টাকা জরিমানা

ছবি : ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য রাখা ও নিষিদ্ধ কসমেটিক্স বিক্রির অভিযোগে তিনটি দোকানের মালিককে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বিএইচবি এন্টারপ্রাইজের মালিক বিল্লাল হোসেনের প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য রাখার কারণে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৫১ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, নিষিদ্ধ কসমেটিক্স বিক্রির অভিযোগে নিউ মার্কেটের মেসার্স সৌখিন স্টোরের মালিক শোয়েব মাহমুদকে ২ হাজার টাকা এবং মেসার্স পায়েল কসমেটিক্সের মালিক শ্রী সুমন সাহাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে দোকান মালিকদেরকে মানসম্মত শিশু খাদ্য কেনাবেচা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, অনুমোদনহীন কসমেটিক্স বিক্রি বন্ধ রাখা, সঠিক মূল্য তালিকা প্রদর্শন, কেনাবেচার ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

এই তদারকি কার্যক্রমে সহযোগিতা করেন ক্যাব সদস্য রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মোহাম্মদ মামুনুল হাসান।

Header Ad
Header Ad

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির ৬ সদস্য নারায়ণগঞ্জে গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ) ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। মঙ্গলবার (১৮ মার্চ) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করেন।

গত সোমবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার ভূমিপল্লী টাওয়ার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা, একটি ধারালো চাকু ও স্টিলের ধারালো চেইন (দাঁতযুক্ত ও দুই পাশে হাতলবিশিষ্ট) উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহাম্মদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মোসা. আসমাউল হোসনা, হাসান (১৫) ও মনিরুজ্জামান (২৪)।

মামলা সূত্রে জানা গেছে, এআরএসএর এই সদস্যরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম জানান, রোহিঙ্গা এই ছয় নাগরিককে থানায় হস্তান্তর করে র‌্যাব তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সোনার দাম ফের বাড়ল
চুয়াডাঙ্গায় শিশু খাদ্য, কাপড় ও কসমেটিক্সের দোকান মালিককে ৪৪ হাজার টাকা জরিমানা
আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির ৬ সদস্য নারায়ণগঞ্জে গ্রেপ্তার
আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচনে আসুক: ডিপ্লোম্যাটকে নাহিদ ইসলাম
গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি
ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় আটক ১৫ বাংলাদেশি
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বলিউড ইনফ্লুয়েন্সার ওরি আটক
জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু বৃহস্পতিবার, আলোচনায় থাকছে রাষ্ট্র সংস্কারের প্রস্তাব
গ্রামের মানুষকে নিজ হাতে ঈদ উপহার দিলেন হামজা
ছাত্রদের নতুন দলের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই: মাসুদ সাঈদী
সাদ্দাম-ইনানসহ ঢাবির বহিষ্কৃত ১২৮ ছাত্রলীগ নেতার নাম-পরিচয় প্রকাশ
গাজায় ইসরায়েলি হামলায় এক রাতে নিহত ৪০০ ছাড়াল, আহতের সংখ্যা ৬৬০
১৫ দিনের মধ্যে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের
পাকিস্তানের কল সেন্টারে জনতার তাণ্ডব, শত শত ল্যাপটপসহ ইলেকট্রনিক পণ্য লুট!
নগরবাসীকে স্বস্তি দিতে দাঁড়িয়েই ট্রাফিক পুলিশদের ইফতারি (ভিডিও)
যমুনা রেলসেতুতে দুর্নীতি হলে খতিয়ে দেখা হবে: রেলপথ সচিব
এবার খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ খান, থাকছেন আল্লু অর্জুন!
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর নতুন প্রধান মহিউল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬
আপনি কি পরিবারের বড় সন্তান? আপনাকে অভিনন্দন!