বুধবার, ১৯ মার্চ ২০২৫ | ৫ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ঝুহাইয়ে প্রাইভেটকারের চাপায় ৩৫ জনের মৃত্যু, আহত ৪৩

ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণাঞ্চলীয় ঝুহাই শহরে একটি প্রাইভেটকার পথচারীদের ওপর চালিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ৩৫ জন নিহত এবং ৪৩ জন আহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ঝুহাই স্পোর্টস সেন্টারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। চীনা পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার (১২ নভেম্বর) এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ফ্যান নামের এক ব্যক্তি তার এসইউভি গাড়ি নিয়ে হঠাৎ পথচারীদের ওপর আক্রমণ চালান। গাড়িটি স্পোর্টস সেন্টারের সামনে থাকা প্রতিবন্ধকতা ভেঙে সামনে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠিয়ে দেন তিনি। এতে অনেকেই গাড়ির নিচে চাপা পড়েন, এবং ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়।

এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। চালক ফ্যান নিজেও গুরুতর আহত হয়ে কোমায় আছেন। হামলা চালানোর পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও, পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার পর ঘটনাস্থলে চরম আতঙ্ক বিরাজ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কিছু ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে অনেক মানুষ মাটিতে পড়ে আছেন। স্থানীয় প্যারামেডিকস ও সাধারণ পথচারীরা আহতদের সেবা দিতে এগিয়ে আসেন। তবে বেশিরভাগ ভিডিও চীনা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুছে ফেলা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় চীনজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Header Ad
Header Ad

সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা ঘোষণা

ছবি: সংগৃহীত

আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সাগরে যে কোনো প্রজাতির মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। বুধবার (১৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

সামুদ্রিক মৎস্য বিধিমালা, ২০২৩ অনুযায়ী, মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের উদ্দেশ্যে প্রতি বছর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব এইচ. এম. খালিদ ইফতেখার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সামুদ্রিক জলসীমায় ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সব ধরনের মৎস্য নৌযানের মাধ্যমে যে কোনো প্রজাতির মাছ আহরণ নিষিদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞার মাধ্যমে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সামুদ্রিক মৎস্য সম্পদের সুরক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

Header Ad
Header Ad

জিন আতঙ্কে ৫০ পোশাক শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি ঘোষণা

ছবি: সংগৃহীত

গাজীপুর সদর উপজেলার শিরিরচালা (বাঘেরবাজার) এলাকার গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানায় জিন আতঙ্কে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।

শ্রমিকদের দাবি, পাশের এসপি গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেডে গত কয়েকদিন ধরে জিনের আছরে বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। আজ সকালে গোল্ডেন রিফিট গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর একের পর এক অসুস্থ হয়ে পড়তে থাকেন। এতে পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি খারাপ হলে শ্রমিকরা দ্রুত কারখানা ত্যাগ করেন এবং অসুস্থ শ্রমিকদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। শ্রমিকদের ধারণা, পাশের কারখানার জিনের প্রভাব তাদের কারখানাতেও পড়েছে।

গাজীপুর-২ শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের ওসি আব্দুল লতিফ খান জানান, প্রায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের অসুস্থ হওয়ার সঠিক কারণ এখনও জানা যায়নি। ডাক্তারদের পর্যবেক্ষণের পর বিস্তারিত জানা যাবে।

ঘটনার পর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও জয়দেবপুর থানা পুলিশের সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানা কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ছুটি ঘোষণা করেছে।

Header Ad
Header Ad

ঘুষ ছাড়া ফাইল ধরেন না নওগাঁ গণপূর্ত অধিদপ্তরের অফিস সহকারী!

গণপূর্ত অধিদপ্তরের অফিস, নওগাঁ (ইনসটে অফিস সহকারী ছাইদুর রহমান)। ছবি: সংগৃহীত

নওগাঁ গণপূর্ত অধিদপ্তরের অফিস সহকারী (কাম কম্পিউটার ও মুদ্রাক্ষরিক) ছাইদুর রহমানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ দিয়েছেন জেলার সাধারণ ঠিকাদাররা।

নওগাঁ সদর মডেল থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ছাইদুর ইসলামের দুর্নীতির কারণে ঠিকাদারেরা বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিক সময়ে বাস্তবায়ন করতে পারছেন না। প্রতিটি ফাইল, ফরমাল শিডিউল এবং ওয়ার্ক অর্ডার দেওয়ার ক্ষেত্রে তাকে ঘুষ দিতে হয়। অন্যথায় সে ফাইল ছাড় পায় না। যদি কোনো ঠিকাদার ঘুষের টাকা দিতে রাজি না থাকে তাহলে তাকে বিভিন্নভাবে লাঞ্ছিত ও হেনস্তা করে জোরপূর্বক ঘুষের টাকা আদায় করে থাকেন।

ঠিকাদার খাদেমুল ইসলাম শোভন জানান, ৪র্থ শ্রেণির কর্মচারী হয়েও এতো ক্ষমতা কোথায় থেকে পায় সে। গত ২০২০ সালে এখানে আসার পর থেকে কোনো কাজ ঘুষ ছাড়া করে না সে।

সেলিম খান রিংকু নামের আরেক ঠিকাদার জানান, বিগত দিনেও টাকা ছাড়া কোন ফাইল ছাড় দেয়নি সে। আমি ওয়ার্ক অর্ডার নেবার জন্য ছাইদুরের কাছে গেলে সে আমার কাছে ১৫ হাজার টাকা দাবি করে কিন্তু এতো টাকা আমার কাছে না থাকায় আমি টাকা দিতে অসন্তোষ প্রকাশ করি। এদিকে টাকা দিতে না পারায় সে আমাকে অফিস থেকে চলে যেতে বলে। এক পর্যায়ে আমাকে আঘাত করে অফিস থেকে বের করে দেয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাইদুর ইসলাম জানান, আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। ঢাকার একটি প্রতিষ্ঠানের ওয়ার্ক অর্ডার নেবার জন্য ঠিকাদারের প্রতিনিধি হয়ে রিংকু নামের একজন আমার আছে আসে। একজনের কাজের অর্ডার অন্য কাউকে দিতে অসন্তোষ প্রকাশ করায় তারা আমার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ নিয়ে আসছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা ঘোষণা
জিন আতঙ্কে ৫০ পোশাক শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি ঘোষণা
ঘুষ ছাড়া ফাইল ধরেন না নওগাঁ গণপূর্ত অধিদপ্তরের অফিস সহকারী!
যুক্তরাষ্ট্রে আবদুস সোবহান গোলাপের ৯ বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক
৩৭ লাখ টাকাসহ আটক গাইবান্ধার সেই প্রকৌশলীকে বরখাস্ত
মহাকাশে আটকে পড়া ৯ মাসে কী খেতেন সুনিতারা!
‘চন্দ্রিমা উদ্যান’ নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়া উদ্যান’ ঘোষণা
মাদরাসায় বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: শিক্ষা উপদেষ্টা
স্থানীয় সরকার থেকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়নি : আসিফ মাহমুদ
হামজাকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করেন স্ত্রী অলিভিয়া (ভিডিও)
এসএসসির নতুন রুটিন প্রকাশ, পেছাল গণিত পরীক্ষা
এশিয়ান কাপে বাংলাদেশের সব ম্যাচ খেলবেন হামজা চৌধুরী
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
ঈদযাত্রার দিন থেকে কর্মবিরতির হুমকি রেলওয়ের গেটকিপারদের
রোজা রেখেই স্পেনের হয়ে খেলবেন লামিনে ইয়ামাল
‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
বাদুড়ের শরীরে মিলল নতুন ভাইরাস, ঝুঁকি এখনও অজানা
২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল
স্ত্রীর মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা গেলেন স্বামীও
স্কুলছাত্রীকে ধর্ষণ, বোরকা পরে পালানোর সময় আটক শাহ্ আলম