সোমবার, ১২ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

আগামী বছরের শুরুতে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতে আসার জন্য পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (২ ডিসেম্বর) ভারতে অবস্থিত রুশ দূতাবাসের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী বছর পুতিন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভারতে আসবেন রাশিয়ার প্রেসিডেন্ট।

ভারতের রাশিয়ান দূতাবাস ক্রেমলিনের সহযোগী এবং সাবেক রাষ্ট্রদূত ইউরি উশাকভকে উদ্ধৃত করে বলেছেন, পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে ভারত সফরের আমন্ত্রণ পেয়েছেন। উশাকভ আরও বলেছেন, যদিও বার্ষিক ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনে এবারের আয়োজক মস্কো। এরপরও ক্রেমলিন ভারতের আমন্ত্রণ বিবেচনা করবে।

উশাকভ বলেন, আমাদের নেতাদের মধ্যে বছরে একবার বৈঠক করার চুক্তি রয়েছে। এইবার, আমাদের পালা। আমরা মোদির আমন্ত্রণ পেয়েছি এবং আমরা অবশ্যই এটি ইতিবাচকভাবে বিবেচনা করব। আমরা পরের বছরের শুরুতে সম্ভাব্য তারিখ বের করব।

এই বছরের শুরুতে রাশিয়ায় ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তখন পুতিন-মোদি বৈঠক হয়। এছাড়া তৃতীয়বার ক্ষমতায় এসে প্রথম বিদেশ সফরে রাশিয়া গিয়েছিলেন মোদি। আর এবার যদি পুতিনের ভারত সফর বাস্তবায়িত হয়- তা দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচনা করা হবে। কারণ এই অঞ্চলে সাম্প্রতিক সময়কালে ভারত হবে পুতিনের প্রথম বিদেশ সফর।

২০২২ সালে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাত শুরু হয়। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাত নিরসনে শান্তি ও কূটনীতির পক্ষে ভারতের অবস্থান জানিয়ে আসছে দিল্লি।

Header Ad
Header Ad

চুয়াডাঙ্গায় কমেছে তাপমাত্রা, স্বস্তিতে জনজীবন

ছবি : ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গায় টানা চারদিনের প্রচণ্ড দাবদাহের পর আজ সোমবার (১২ মে) তাপমাত্রা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমে দাঁড়িয়েছে ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াসে। এতে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।

রোববার (১১ মে) দুপুর ৩টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল মাত্র ২৬ শতাংশ। আজ সে তুলনায় তাপমাত্রা কমলেও বাতাসে আর্দ্রতা বেড়ে দাঁড়িয়েছে ৪১ শতাংশে, ফলে গরম কমলেও ভ্যাপসা অনুভূতি এখনো রয়েই গেছে।

গত কয়েক দিন চুয়াডাঙ্গায় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। শুক্রবার (৯ মে) ৪১.২, শনিবার (১০ মে) ৪২ এবং বৃহস্পতিবার (৮ মে) সর্বোচ্চ ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এতে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন চরম দুর্ভোগে পড়ে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, এ ধরনের তাপমাত্রা আগামীকাল ১৩ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর ১৪ মে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

Header Ad
Header Ad

বুর্জ খলিফায় বেনজীরে স্ত্রীর ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

বেনজীর আহমেদ এবং তার স্ত্রী জিসান মির্জা। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান অনুসন্ধানে এবার বড় পদক্ষেপ নেওয়া হলো সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পরিবারের বিরুদ্ধে। তার স্ত্রী জিসান মির্জার নামে দুবাইয়ে থাকা দুটি অভিজাত ফ্ল্যাট এবং দুটি ব্যাংক হিসাব ক্রোক ও ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

এর মধ্যে একটি ফ্ল্যাট রয়েছে বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফায় এবং অন্যটি দুবাইয়ের আল ওয়াসি এলাকায়। সোমবার (১২ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে উপপরিচালক জয়নাল আবেদীন আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, বেনজীর আহমেদ ও তার স্ত্রী জিসান মির্জার বিরুদ্ধে ১৬ কোটি টাকার সম্পদ গোপন এবং প্রায় ৩২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। তদন্তে উঠে এসেছে, জিসান মির্জা তার বৈধ আয় উৎস ছাড়াই বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন।

আদালতে দুদক আরও জানায়, সংযুক্ত আরব আমিরাত থেকে এই অর্থ ফেরত আনার জন্য ফ্ল্যাট ও ব্যাংক হিসাব হস্তান্তর রোধ করতে তাৎক্ষণিকভাবে এগুলো ক্রোক ও ফ্রিজ করা জরুরি ছিল।

ফৌজদারি আইনের আওতায়, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ধারা ২৬(২) ও ২৭(১) অনুযায়ী, এসব অপরাধ শাস্তিযোগ্য।

Header Ad
Header Ad

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি জানান, রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার ইতোমধ্যে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপন অনুযায়ী, দলটির সব সভা-সমাবেশ, রাজনৈতিক প্রচার ও সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অধ্যাদেশ অনুসারে বিষয়টি বাস্তবায়নের দায়িত্ব আমাদের। তাই আইন অনুযায়ী নিষেধাজ্ঞা কার্যকর করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

এর আগে গত শনিবার (১০ মে) রাতে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই বৈঠকে দেশব্যাপী রাজনৈতিক সহিংসতা, সাম্প্রতিক সময়ের সংঘাতময় পরিস্থিতি এবং বিভিন্ন মামলায় দলটির জড়িত থাকার বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় কমেছে তাপমাত্রা, স্বস্তিতে জনজীবন
বুর্জ খলিফায় বেনজীরে স্ত্রীর ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি
ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার: আসিফ মাহমুদ
আ.লীগ নিষিদ্ধের উল্লাসে শাহবাগে নেতাদের নাম দিয়ে গরু-ছাগল জবাই
সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে মোদির জরুরি বৈঠক, উপস্থিত শীর্ষ কর্মকর্তারা
পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না শিশুর, অটোরিকশার ধাক্কায় সড়কেই ঝড়ল প্রাণ
রিয়াল মাদ্রিদের হেড কোচের দায়িত্ব পেলেন জাবি আলোনসো
সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে শিল্পপ্রতিষ্ঠান নিষিদ্ধ
দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড
ভারতের বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয়লাভ করেছে পাকিস্তানি বিমানবাহিনী
২২ মে থেকে বাজারে আসছে নওগাঁর আম (ভিডিও)
শাহবাগে কয়েক দিন যাবৎ নাটক চলছে: মির্জা আব্বাস
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে
দেশে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ: প্রেস সচিব
দেশে প্রয়োজনের তুলনায় ২ লাখের বেশি নার্সের ঘাটতি
এবার বাঁধের গেট খুলে দিল ভারত, পাকিস্তানে জরুরি সতর্কতা
রংপুরে ধর্ষণের পর শিশুকে হত্যার অভিযোগ, ওসি অবরুদ্ধ
স্বাস্থ্যসেবা নিয়ে কোনো রাজনীতি নেই: প্রধান উপদেষ্টা
নিলামে উঠল এস আলম গ্রুপের বেনামি প্রতিষ্ঠানের ৩১ একর জমি