ভারতের সঙ্গে উত্তেজনা ‘সর্বাত্মক যুদ্ধে’ রূপ নিতে পারে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: সংগৃহীত
দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে তা সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে।
সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ভারত এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং একে "ফলস ফ্ল্যাগ অপারেশন" বলে মন্তব্য করেছে।
আসিফ বলেন, “যদি ভারত কোনো বড় ধরনের আক্রমণ শুরু করে, তাহলে পাকিস্তানও তার উপযুক্ত জবাব দেবে। আমরা সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত।” তবে তিনি এও আশা প্রকাশ করেছেন, আলোচনার মাধ্যমেই উত্তেজনা প্রশমিত করা সম্ভব।
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “দুইটি পারমাণবিক দেশের মধ্যে সংঘাত সর্বদা বিপজ্জনক। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এটি নিয়ে চিন্তা করা, কারণ এর পরিণতি হতে পারে অত্যন্ত ভয়াবহ।”
উল্লেখ্য, এই ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সহায়ক সংগঠন দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট (TRF)। এরই মধ্যে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছে, যদিও তাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
