মানবাধিকারের কথা বলে বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়েছে যুক্তরাষ্ট্র-কানাডা: পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্র-কানাডা মানবাধিকার ও সুশাসনের কথা বলে। অথচ বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়ে রেখেছে। ‘আমি আশা করবো তারা খুনিদের ফেরত দেবে’।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন একথা বলেন।
এর আগে একজন খুনিকে যুক্তরাষ্ট্র ফেরত দিয়েছিল জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আশা করব তারা আরেকজনকেও ফেরত দেবে। কানাডাও আরেকজনকে ফেরত দেবে। এর মাধ্যমে দেশ দুটি মানবাধিকার ও সুশাসনের দৃষ্টান্ত স্থাপন করবে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাকি ৩ খুনি কোথায় আছে আমরা জানিনা। তাদের কেউ চিহ্নিত করে দিলে আমরা পুরস্কার দেবো।’
যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করছে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী এবং কানাডায় কোনো স্ট্যাটাস ছাড়া অবস্থান করছে নূর চৌধুরী। এ ছাড়া শরিফুল হক ডালিম, খন্দকার আব্দুর রশিদ ও রিসালদার মোসলেহ উদ্দিন কোথায় আছে জানে না সরকার।
আরইউ/এমএমএ/