
১১০০ রোহিঙ্গাকে মিয়ানমারে পাঠানোর প্রক্রিয়া চলছে: পররাষ্ট্রসচিব
১৯ মার্চ ২০২৩, ০৫:৪৬ পিএম | আপডেট: ২১ মার্চ ২০২৩, ১০:১৮ এএম

চীনের সহযোগিতায় রোহিঙ্গা প্রত্যাবাসনের অংশ মিয়ানমারে ১ হাজার ১০০ রোহিঙ্গা পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
রবিবার (১৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র সচিব এ তথ্য জানান।
এখনই এস রোহিঙ্গাকে পাঠানো সম্ভব হবে এমন নয় জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, সব পরিস্থিতি মিলিয়েই রোহিঙ্গা প্রত্যাবাসন হবে।
মিয়ানমার পক্ষের ইতিবাচক সাড়া থাকলে প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু হবে উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, গত পাঁচ-ছয় মাসে মিয়ানমার পক্ষের ইতিবাচক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এ অবস্থা অপরিবর্তিত থাকলে আশা করা যাচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত হবে।
গত বছরের ডিসেম্বরে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে এ বছরের শুরুতে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হতে পারে বলে জানিয়েছিলেন চীনের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত লি জিমিং।
আরইউ/এমএমএ/