রবিবার, ১৮ মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘নির্দিষ্ট সরকারকেন্দ্রিক’ হওয়া উচিত নয়: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘নির্দিষ্ট সরকারকেন্দ্রিক’ হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) তিনি ভারতীয় সাংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেয়া একটি সাক্ষাতকারে তিনি এমন মন্তব্য করেন। এতে বাংলাদেশের একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি।

ওমানের রাজধানী মাসকাটে অষ্টম ভারত মহাসাগরীয় সম্মেলনের (ইন্ডিয়ান ওশান কনফারেন্স) ফাঁকে রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাক্ষাৎ হয়। সেখানে আলোচনায় দুই দেশের সম্পর্কে যেসব চ্যালেঞ্জ দেখা দিয়েছে, সেগুলোর সমাধানে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। সাক্ষাতের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, আগামী এপ্রিল মাসে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হতে পারে। এর পরদিন দ্য হিন্দুকে এই সাক্ষাৎকার দিলেন পররাষ্ট্র উপদেষ্টা।

সাক্ষাতকারে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তজনাকর সম্পর্কে মধ্যে এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাতের বিষয়ে জানতে চাওয়া হলে তৌহিদ হোসেন বলেন, ভারত ১৫ বছরের বেশি সময় ধরে সম্পর্কের একটি ধরনে অভ্যস্ত ছিল। হঠাৎ করেই দ্রুত তা ভেঙে পড়ে। হয়তো নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে কিছুটা সময় লেগেছে, সে কারণে সম্পর্কে অনেক বৈরী মনোভাব এবং অস্বস্তি অবশ্যই ছিল। কিন্তু আমার মনে হয় ছয় মাসের মাথায় সেটা আসলেই শেষ হয়ে যাওয়া উচিত।

তৌহিদ হোসেন বলেন, আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক হওয়া উচিত, যা ইতিমধ্যে কিছু ক্ষেত্রে ঘটছে। যেমন বাণিজ্যে অল্প সময়ের জন্য মন্দা দেখা দিয়েছিল, কিন্তু আবার তা চাঙা হয়ে উঠেছে। সুতরাং এগুলো ইঙ্গিত দেয় যে দুই দেশ, অন্তত বেসরকারি খাতে মানুষ একে অপরের সঙ্গে যোগাযোগ করতে চায় এবং এতে প্রতীয়মান হয় যে আমাদের আগ্রহ আছে। উভয় দেশেরই একে অপরের কাছে স্বার্থ রয়েছে এবং আমাদের তার প্রতি যত্ন নেয়া দরকার।

বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতের উদ্বেগের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে বসবাসকারী হিন্দু বা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম বা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মতোই সমান নাগরিক। তারা সম–অধিকার এবং একই রকম সুরক্ষা পাওয়ার অধিকারসম্পন্ন নাগরিক। এবং এটা বাংলাদেশ সরকারের কাজ, তারা এটা করছে, দেশের অন্য যেকোনো নাগরিকের মতোই তাদের (সংখ্যালঘুদের) সুরক্ষা দেওয়া। কিন্তু গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর ভারতীয় মিডিয়ায় এই বিষয়টি নিয়ে প্রায় ব্যাখ্যাতীত উন্মাদনা সৃষ্টি করা হয়, যার বেশির ভাগই মিথ্যার ওপর ভিত্তি করে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারতের পদক্ষেপ নিয়ে জানতে চাওয়া প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে এবং বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত পাঠানোর জন্য আমরা ভারতকে বলেছি। যতক্ষণ না ভারত সরকার সেটা না করছে, আমরা আশা করব, তারা অন্তত তার ওপর কিছু বিধিনিষেধ আরোপ করতে পারে, যাতে তিনি এমন কোনো উত্তেজনা সৃষ্টিকারী ও মিথ্যা বক্তব্য না দেন।

শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি মব (বিশৃঙ্খল জনতা) কিছু করতে পারে, কিন্তু তাতে সরকারের সমর্থন নেই।

সীমান্তে বিএসএফএর বাড়াবাড়ি সম্পর্কে তৌহিদ হোসেন বলেন, ২০২৪ সালে সীমান্তে ২৪ জনকে গুলি করা হয়েছে, যার অর্ধেক বিগত সরকারের আমলে। বিশ্বের আর কোথাও এটা হয়নি। আমি মনে করি, আপনি আমার সঙ্গে এই বিষয়ে একমত হবেন। কারণ, ভারতীয় পক্ষ থেকে প্রায়ই বলা হয়, যেহেতু অপরাধমূলক কর্মকাণ্ড হয়, সে কারণে এটা ঘটছে। বিশ্বের প্রতিটি সীমান্তেই অপরাধমূলক কর্মকাণ্ড হয়, কিন্তু কোথাও মানুষকে এভাবে গুলি করে হত্যা করা হয় না। যদি অপরাধ ঘটে, আপনি তাদেরকে গ্রেপ্তার করুন এবং আদালতে নিয়ে যান। কারাদণ্ড হোক বা আদালত যেকোনো রায় দিতে পারেন। কিন্তু আপনি তাকে হত্যা করতে পারেন না।

আদানির বিদ্যুৎ চুক্তি নিয়ে তিনি বলেন, আমি মনে করি যে, আমরা দুটি পর্যায়ে আলোচনা করি, একটি চুক্তি স্বাক্ষরের আগে, এবং দ্বিতীয়ত চুক্তি স্বাক্ষরের পরে । আমাদের চুক্তি অনুসারে এগোতে হবে। কিন্তু যদি আমরা মনে করি, এটা সঠিকভাবে করা হয়নি তাহলে আমরা সর্বদা পারস্পরিকভাবে এটা আবার খতিয়ে দেখার জন্য সম্মত হতে পারি। আমার মতে, আমরা আদানি গ্রুপের সঙ্গে এটা দেখব এবং এটাকে আরও যৌক্তিক করার চেষ্টা করব। আমি কোনও টেকনিশিয়ান, টেকনিক্যাল ব্যক্তি নই। তাই আমি সঠিকভাবে বিশদ বলতে পারছি না। তবে অন্যান্য চুক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। তাতে দেখা গেছে, বিদ্যুতের দাম অস্বাভাবিকভাবে বেশি। তাই আমরা বিশ্বাস করি যে, এটি নিয়ে আবারও সমঝোতা আলোচনা করা উচিত, বিশেষ করে কয়লা কেনার প্রশ্নে। যেকোনো যৌক্তিক ব্যক্তিই বলবেন যে, বিশ্ববাজারে সম্ভাব্য সর্বোত্তম দামে এই প্রকল্পের জন্য কয়লা কেনা উচিত। এক্ষেত্রে তা করা হয়নি। তাই এই জায়গাগুলোতে আমরা সম্ভবত ভালো মন নিয়ে আদানির সঙ্গে আলোচনা করতে পারি এবং আমরা তা করতে চাই। আপাতত আমরা বিদ্যুৎ দিতে অনুরোধ করেছি, কারণ আমাদের বিদ্যুৎ প্রয়োজন এবং তাদের বিদ্যুৎ সরবরাহের ভিত্তিতে আমাদের পরিকল্পনা করা হয়েছে। তাই আমরা চাই, তারা বিদ্যুৎ সরবরাহ করুক এবং তারপর আমরা এর জন্য অর্থ প্রদান করব।

বাংলাদেশ ও ভারত কয়েক বছর আগে সমুদ্র চুক্তি স্বাক্ষর করেছে কিন্তু এখনও এক অন্য দেশের জেলেদের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, আমি ঘটনাস্থলে যাইনি। তবে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে জেনেছি যে, জেলেরা মাছের দলকে অনুসরণ করেন। স্থলভাগে আপনার একটি নির্দিষ্ট সীমানা থাকে, যে এটাই সীমা। কিন্তু সমুদ্রে, এটা এত সহজ নয়। প্রায়ই উভয় দেশের জেলেরা পরস্পরের সামুদ্রিক অঞ্চলে প্রবেশ করে। আমাদের কিছু জেলে ভারতের হেফাজতে রয়েছে। আবার ভারতের কিছু জেলে আমাদের হেফাজতে রয়েছে। আমরা উভয় দেশই নির্দিষ্ট সময় পর তাদের মুক্ত করে দিই। খারাপ আচরণ করার বিষয়ে আমরা ইতিমধ্যেই তদন্ত করতে বলেছি। যদি আমরা দেখতে পাই যে, আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের কেউ কেউ আসলেই জড়িত ছিলেন, অথবা তাঁরা যদি আইন ভঙ্গ করে থাকেন তাহলে অবশ্যই আমরা তা আমলে নেব। কিন্তু এটা সাধারণত করা হয় না। আমি চার বছরেরও বেশি সময় কলকাতায় কূটনীতিকের দায়িত্ব পালন করেছি। জেলে বিনিময় নিয়ে কাজ করেছি। তাঁদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা হয়নি। যদি কোনো ব্যতিক্রম হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা খতিয়ে দেখব।

এপ্রিলে থাইল্যান্ডে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ড. ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের সম্ভাবনা নিয়ে তিনি জানান, এখন পর্যন্ত দুই নেতা একই দিনে কোনো একটি জায়গায় ছিলেন না, তাই তাদের সাক্ষাতের কোনো সুযোগ হয়নি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে, উভয়পক্ষেরই সাক্ষাৎ করার ইচ্ছা এবং মুক্ত মনে ও খোলামেলাভাবে আলোচনা করার আগ্রহ আছে। এটা সহায়ক হয়। আমাদের এই অঞ্চলের সংস্কৃতিতে, যখন ‘শীর্ষ কর্তারা’ একসঙ্গে বসেন, তখন তারা বছরের পর বছর ধরে আমাদের মতো লোকদের ওপর আলোচনার জন্য ছেড়ে দেওয়ার পরিবর্তে, কেবল এক কথায় সমস্যার সমাধান করতে পারেন। আমি মনে করি, এই অর্থে দুজনের মধ্যে একটি বৈঠক হওয়া ভালো হবে। এই সরকারের শুরুতে তারা একবার টেলিফোনে কথা বলেছেন। বিমসটেকে তারা একই অনুষ্ঠানস্থলে থাকবেন। আমার জানা মতে, অন্যান্য দেশের সরকারপ্রধানেরাও থাকবেন। যদি তারা সেখানে থাকেন, তাহলে স্বাভাবিকভাবেই পরস্পরের সঙ্গে কথা বলবেন। কারণ এটা একটি ছোট গ্রুপ। উদাহরণস্বরূপ, সার্ক (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) শীর্ষ সম্মেলনে, সাত দেশের প্রত্যেক রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান পরস্পরের সঙ্গে কথা বলেন। তাই আমার মনে হয়, এরকম কিছু ঘটতে পারে।

ভারত ও বাংলাদেশ সম্পর্ক আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে কিনা এই প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা শুধু গত ১৫ বছর কেন দেখব? এমনকি বিএনপির আমলেও (১৯৯৬-২০০১) দুই দেশের মধ্যে বাণিজ্য দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছিল। আমার মনে হয় না, সম্পর্ক নির্দিষ্ট সরকারকেন্দ্রিক হতে হবে। ১৯৯৬-১৯৯৭ এ আমাদের গঙ্গা চুক্তি হয়েছিল। তাই আমি মনে করি, আমাদের দুই দেশের রাজধানীতে যে সরকারই হোক, যে দলই ক্ষমতায় থাক না কেন, তা আমাদের সম্পর্কের ওপর প্রভাব ফেলা উচিত নয়। কারণ সম্পর্ক পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক শ্রদ্ধার ওপর নির্ভরশীল। আমি বিশ্বাস করি, উভয় পক্ষই বুঝতে পারছে তাদের স্বার্থ কী এবং আমরা ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় রাখতে পারি।

Header Ad
Header Ad

শাহজালাল বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

ছবি: সংগৃহীত

আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই অভিনেত্রীকে আটক করা হয়।

রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। শাহজালালের ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় রয়েছে।

মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে।

নুসরাত ফারিয়া ছাড়াও এ মামলায়, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। 

মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়াকে।

মামলায় আরও উল্লেখ করা হয়, এসব আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।

 

Header Ad
Header Ad

আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব : সালমান মুক্তাদির

ছবি: সংগৃহীত

দেশ ছাড়ার পরিকল্পনা করছেন জনপ্রিয় ইউটিউবার এবং অভিনেতা সালমান মুক্তাদির। সম্প্রতি এই তারকার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল; আর সেখানেই তাকে দেশ ছাড়ার পরিকল্পনার কথা বলতে শোনা যায়।

সম্প্রতি একটি ইভেন্টে যোগ দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সালমান মুক্তাদির। তিনি বলেন, আমার আরও বড় হওয়ার শখ। আমার আকাঙক্ষা অনেক বেশি। আমি বিশ্বাস করি, আল্লাহ যতদিন আমার সঙ্গে আছেন, আমি আরও বড় হব ইনশাল্লাহ।

বাংলাদেশ নিয়ে কথা বলা প্রসঙ্গে সালমান বলেন, আমি এখন বাংলাদেশ নিয়ে এত কথা বলি, কারণ এ দেশে আমি থাকি। কিন্তু যখন আমি এ দেশে থাকব না তখন দেশের জন্য কথা বলার অধিকারটা আমার থাকবে না। তখন ওই মুহূর্তে আমি কখনও দেশ নিয়ে কথা বলব না।

দেশ ছাড়া প্রসঙ্গে এ ইউটিউবার বলেন, আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব, এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা। আমি অনেক আগে থেকেই বলেছি, যখন আমার সব শখ, স্বপ্ন পূরণ হয়ে যাবে তখন আমি দেশ ছেড়ে বাইরে যাব।

দেশ ছাড়ার প্রসঙ্গ আবেগ নয়, বরং বাস্তবতার দিয়ে চিন্তা করে বলেছেন বলেও জানান তিনি। তার কথায়, এখানে ইমোশনাল বিষয় ভাবার জায়গা নেই। বাস্তবিক অর্থে চিন্তা করলে দেখবেন, বাইরের দেশে পরিবার বড় করা, সেখানকার পরিবেশ, লাইফস্টাইল, জীবনযাত্রার মান সব ভালো। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল বিদেশ যাব। আমি অবশ্যই যাব। সেখানে গিয়ে যদি দেশের জন্য কোনো কিছু করার সুযোগ থাকে সেটাও করব।

Header Ad
Header Ad

নতুন লুকে শাকিব খানের তাণ্ডব শুরু, জয়া আসছেন ভিন্ন চরিত্রে

ছবি: সংগৃহীত

গত বছর তুফানি সাফল্যের পর ‘তাণ্ডব’ এর মধ্য দিয়ে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ফের এক হলেন নির্মাতা রায়হান রাফী। আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব ও রাফীর নতুন এই সিনেমা। শোনা যাচ্ছে, ছবিটির শুটিংয়ের কাজ অনেকটাই সম্পন্ন; বাকি রয়েছে শেষের দিকের কিছু কাজ।

এদিকে গত শুক্রবার শাকিব খান ও ‘তাণ্ডব’ টিমের দল শুটিংয়ের কাজ সারতে শ্রীলঙ্কায় পাড়ি জমান। সেইখানে এই ছবির গান ও শেষের কিছু অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের কাজ করা হবে শ্রীলঙ্কা থেকে। শাকিবের সঙ্গে রয়েছেন সাবিলা নূরসহ ‘তাণ্ডব’ ছবির টেকনিক্যাল ক্রু ও অন্যান্য সদস্যরা।

এরই মধ্যে ছবিটি নিয়ে পাওয়া গেল নতুন এক খবর। সঙ্গে দেখা গেল ‘তাণ্ডব’ এ শাকিবের নতুন এক রুপ অর্থাৎ ছবিটির সেকেন্ড পোস্টার। এর আগে গত এপ্রিলে শাকিব খানের জন্মদিনে আসে ‘তাণ্ডব’ এর ফার্স্ট লুক। ১ মিনিট ৪১ সেকেন্ডের টিজারে নতুন ঢংয়ের কিছু দৃশ্য, শাকিব খানের নতুন অবতার উত্তাল করেছে অনলাইন মাধ্যম।
তবে বলা যায়, রায়হান রাফীর এই ছবিতে সেই চিরচেনা লুকেই দেখা মিলল মেগাস্টারকে। দেখা গেছে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। হঠাৎ করে অস্ত্র হাতে তাকে দেখার পর আলাদাই লাগতে পারে তাকে। পরিপাটি পোশাক আর তীক্ষ্ণ দৃষ্টিতে একরকম রহস্যই রেখে গেছেন জয়া আহসান।

শাকিব খানের এখনকার সিনেমা মানেই অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি। পোস্টারে তার হাতে পিস্তল কিংবা অস্ত্র এখন নিয়মিত বিষয়। ‘তাণ্ডব’ এর ফার্স্ট লুকে যেমন শাকিবের হাতে পিস্তল দেখা গিয়েছিল। এবারের পোস্টারেও ফুটে উঠল নায়কের রাফ অ্যান্ড ইনটেনস লুক! হাতে অস্ত্র, চোখে সানগ্লাস- যেন কোনো এক প্রতিশোধ নিতে প্রস্তত শাকিবের এই চরিত্রটি।

পোস্টারের ব্যাকগ্রাউন্ড থেকেও নজর সরানো দায়। ধোঁয়ার মাঝে ধ্বংসস্তূপ একটি পরিবেশ। সিনেমাটির এই লুকে যে এক ধরনের রোমাঞ্চ ও রহস্য তৈরি হয়েছে, তা আর বলার বাকি রাখে না।

তবে পোস্টারটি প্রকাশের সঙ্গে বিশেষ এক বার্তা দিয়েছেন নির্মাতা রায়হান রাফি ও মেগাস্টার শাকিব খান। শনিবার সন্ধ্যায় ফেসবুকে পোস্টারের ছবি প্রকাশ করে উল্লেখ করা হয়, ‘চোখ রাখুন স্ক্রিনে, বিনাশকারী তাণ্ডব হবে কাল ঠিক সকাল ১১:৩০ এ!
আসছে #Taandob Forecast! (তাণ্ডব পূর্বাভাস) ইঙ্গিত নয়, ধ্বংসের সিগন্যাল!’

‘তাণ্ডব’ নিয়ে আগাগোড়াই দর্শক আগ্রহ তুঙ্গে। আর এই নতুন পোস্টার প্রকাশের পর সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বেড়েছে- বলাই যায়। ধারণা করা হচ্ছে, রোববার সকাল সাড়ে ১১ টার দিকে আসতে পারে ছবিটির টিজার। মন্তব্যঘরে যা নিয়ে নিজেদের আগ্রহ প্রকাশ করেছে দর্শকেরা।

অ্যাকশন থ্রিলার ঘরানার ‘তাণ্ডব’ এর প্রযোজনায় আছে এসভিএফ, আলফা-আই ও চরকি।

 

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শাহজালাল বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক
আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব : সালমান মুক্তাদির
নতুন লুকে শাকিব খানের তাণ্ডব শুরু, জয়া আসছেন ভিন্ন চরিত্রে
দেশে ছোঁয়াচে ‘স্ক্যাবিস’ সংক্রমণ বাড়ছে, জেনে নিন সঠিক চিকিৎসা
শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু
ক্ষুদ্রঋণই ব্যাংকিংয়ের ভবিষ্যৎ : প্রধান উপদেষ্টা
ভারতের সঙ্গে টক্কর দিয়ে বাংলাদেশ টিকতে পারবে না: বিজেপি নেতা
ইশরাকের শপথ দাবিতে টানা চতুর্থ দিন নগরভবনের সামনে বিক্ষোভ
৩০৫৭ কবর খোঁড়া শয্যাশায়ী মনু মিয়ার ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা
ইমনের বিস্ফোরক সেঞ্চুরিতে বাংলাদেশের জয়
সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ জন হজযাত্রী, মৃত্যু আরও একজনের
এনসিপিতে যোগ দিলেন আ.লীগ নেতাসহ ২ শতাধিক ব্যবসায়ী
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক মমিত ইসলাম
টি-টোয়েন্টিতে পারভেজ ইমনের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ১৯১
নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির
কুবিতে প্রথম ধাপের ভর্তি শেষ, আসন ফাঁকা ৩৯১
মাদক সেবনের ভিডিও ভাইরাল, নারী সমন্বয়ককে অব্যাহতি
টাঙ্গাইলে শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
বস্তি এলাকায় ডায়রিয়াজনিত পরজীবী শনাক্ত করলেন বাকৃবির গবেষকরা
আমি শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত: ইশরাক হোসেন