শুক্রবার, ২ মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

আমাদের কথাবার্তায় সহনশীলতা দেখাতে হবে: রিজভী

সাধারণ পথচারী ও প্রান্তিক মানুষের মধ্যে ইফতার বিতরণ করেন। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেছে। দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। আমাদের সংগ্রাম হচ্ছে ন্যায়বিচার প্রতিষ্ঠার। পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম। তাই আলোচনা কথাবার্তায় সহনশীলতা দেখাতে হবে, যাতে রাষ্ট্রের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

রোববার (২৩ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাধারণ পথচারী ও প্রান্তিক মানুষের মধ্যে ইফতার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আমাদের সবাইকে সহনশীল হতে হবে। গণতন্ত্রকে মজবুত শক্তিশালী করার জন্য অবাধ নিরপেক্ষ নির্বাচন, একটি ন্যায়বিচার ভিত্তিক সমাজ, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ১৯৭১, ৯০’র আন্দোলনে এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সেনাবাহিনী দেশের জনগণের পক্ষে থাকার কারণেই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে। তারা জনগণের পক্ষে থাকার কারণে ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছে। তাই আমাদের এই প্রতিষ্ঠানকে মর্যাদা দিতে হবে, সম্মান দেখাতে হবে।

বিএনপির এ নেতা বলেন, সতর্ক থাকতে হবে যেসব প্রতিষ্ঠান গণতন্ত্রের জন্য লড়াই করেছে আমাদের দ্বারা সেসব প্রতিষ্ঠানের যেন কোনো ক্ষতি না হয়। মনে রাখতে হবে ৭১’ সালে আমাদের দেশের সেনাবাহিনী সর্বোপরি এ দেশের জনগণের সঙ্গে ছিল। সেনাবাহিনীর একজন কর্মকর্তা মেজর, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের সেনাবাহিনী সবসময় দেশের জনগণের পক্ষে কাজ করেছে। আমরা ৯০’ এর আন্দোলনেও দেখেছি আন্দোলন যখন তুঙ্গে তখন সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। ২০২৪ সালেও দেখেছি এই সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। তারা জনগণের পক্ষে থাকার কারণেই আমাদের আন্দোলন তীব্র তীব্রতর হয়েছে এবং ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছে। তাই এই প্রতিষ্ঠানকে মর্যাদা দিতে হবে আমাদেরকে সম্মান দেখাতে হবে।

রিজভী বলেন, ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের কোনো পথ যাতে না থাকে সেই লক্ষ্যকে সামনে রেখে কাজগুলো আমাদের করতে হবে। গণতান্ত্রিক আন্দোলনের অংশগ্রহণকারী প্রতিটি দল ছাত্র-জনতা, শ্রমিকরা প্রত্যেকে একযোগে কাজ করতে হবে। গণতন্ত্রের কাঠামো আরও মজবুত করতে হবে। শক্তিশালী গণতন্ত্র আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। প্রতিটি নাগরিক যেন তার প্রাপ্য স্বাধীনতা পায় এরকম একটা রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে।

Header Ad
Header Ad

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শুক্রবার (২ মে) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিকেল ৩টায় শুরু হতে যাওয়া এ কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

বৃহস্পতিবার (১ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি জানিয়েছে, ‘গণহত্যায় জড়িত’ অভিযোগ তুলে আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সমাবেশের আয়োজন করছে দলটির ঢাকা মহানগর শাখা।

এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, 'আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক দল নয়। তারা গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণের আস্থা হারিয়েছে এবং রাজনীতি করার নৈতিক অধিকারও খুইয়েছে। এখন সময় এসেছে দ্রুত বিচার করে দলটিকে নিষিদ্ধ করার।'

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, 'আওয়ামী লীগের কেউ আর নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রাখে না। আসন্ন নির্বাচন পরিচালনার জন্য নতুন যে নির্বাচন কমিশন গঠিত হবে, তার উচিত হবে এই বিষয়ে দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়া।' তিনি হুঁশিয়ার করে বলেন, 'যদি ফ্যাসিবাদ পুনরায় প্রতিষ্ঠার চেষ্টা করা হয়, তবে তা জনগণ প্রাতিষ্ঠানিকভাবে প্রতিহত করবে।'

 

 

Header Ad
Header Ad

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে অব্যাহতি দিলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে পদ থেকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১ মে) হোয়াইট হাউজ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। সাময়িকভাবে এ পদে দায়িত্ব পালন করবেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, মাইক ওয়াল্টজকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রশাসনের উচ্চপর্যায়ের একাধিক সূত্র আগেই ইঙ্গিত দিয়েছিল। ট্রাম্প পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ওয়াল্টজের কাজের প্রশংসা করে বলেন, “তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় কঠোর পরিশ্রম করেছেন।” একই সঙ্গে ট্রাম্প ঘোষণা দেন, ওয়াল্টজকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিনিধি হিসেবে মনোনীত করা হবে।

সাবেক কংগ্রেসম্যান এবং সেনাবাহিনীর বিশেষ ইউনিট গ্রিন বেরেটের অবসরপ্রাপ্ত সদস্য মাইক ওয়াল্টজ সম্প্রতি হোয়াইট হাউজের অভ্যন্তরে সমালোচনার মুখে পড়েন। বিশেষ করে মার্চ মাসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটি ‘সিগন্যাল চ্যাট’ কেলেঙ্কারিতে তার নাম উঠে এলে তা নিয়ে প্রশাসনের ভেতরেই অসন্তোষ তৈরি হয়।

হোয়াইট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “যখনই কোনো জটিলতা আসে, আমি রুবিওকে ডাকি। এবং সে সব ঠিক করে ফেলে।”

মার্কো রুবিও দায়িত্ব পালন করবেন যতদিন না নতুন একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। এই পদটি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির প্রধান সমন্বয়কের দায়িত্ব বহন করে এবং এর জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হয় না। এর আগে ১৯৭০-এর দশকে হেনরি কিসিঞ্জার একইসঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

রয়টার্স আরও জানিয়েছে, ওয়াল্টজের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ অ্যালেক্স ওয়াংকেও পদত্যাগে বাধ্য করা হয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদে ওয়াং উত্তর কোরিয়া বিষয়ক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

এদিকে, জাতীয় নিরাপত্তা পরিষদে সম্প্রতি বড় ধরনের অদলবদল চলছে। মাত্র এক মাসের ব্যবধানে অন্তত ২০ জন কর্মকর্তা বরখাস্ত হয়েছেন, জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালককে পদচ্যুত করা হয়েছে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ তিনজন রাজনৈতিক নিয়োগপ্রাপ্তকে সরিয়ে দেওয়া হয়েছে।

প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, এসব পরিবর্তনের ফলে জাতীয় নিরাপত্তা পরিষদের ভেতরে কর্মীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ প্রেসিডেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী প্ল্যাটফর্ম, যা বৈশ্বিক সংকট মোকাবিলায় কৌশল নির্ধারণ ও বাস্তবায়নে কেন্দ্রীয় ভূমিকা পালন করে।

Header Ad
Header Ad

গাজায় ইসরায়েলি বাহিনীর রাতভর হামলা, নিহত আরও ৩১ ফিলিস্তিনি

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় রাতভর ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) রাত থেকে শুক্রবার (২ মে) ভোর পর্যন্ত চলা এই হামলায় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক মানুষ। আল জাজিরা ও আনাদোলুর খবরে বলা হয়েছে, আহতদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান ইসরায়েলি আগ্রাসনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৪১৮ জনে। আহত হয়েছেন আরও এক লাখ ১৮ হাজারের বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মরদেহ ও আহত ব্যক্তি আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার দিনভর এবং রাতভর ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। আল জাজিরার গাজা প্রতিনিধি জানিয়েছে, ৬০ দিন ধরে চলমান অবরোধটি স্থানীয়দের ওপর “ইচ্ছাকৃত শ্বাসরোধ” হিসেবে কাজ করছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে জানান, গাজায় তাদের অভিযান “ইসরায়েলি বন্দিদের মুক্তির জন্য নয়, বরং শত্রুদের পরাজিত করাই মূল লক্ষ্য।”

জাতিসংঘের তথ্যমতে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের ফলে প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন এবং উপত্যকার অন্তত ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করে, যা কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তিকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে। এরপর থেকে এখন পর্যন্ত ২৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ৬ হাজারের বেশি আহত হয়েছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে অব্যাহতি দিলেন ট্রাম্প
গাজায় ইসরায়েলি বাহিনীর রাতভর হামলা, নিহত আরও ৩১ ফিলিস্তিনি
উত্তরায় হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৮ নারী ও ৯ পুরুষ আটক
রিয়াজ-ফেরদৌস-চঞ্চল-শাওনসহ ১৪ শিল্পীর বিরুদ্ধে মামলা
দুই সপ্তাহের মধ্যে সোনার দাম সর্বনিম্ন, ভবিষ্যতে বাড়ার ইঙ্গিত বিশ্লেষকদের
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১১৩৭ জন
খুচরা বাজারে কমেছে চালের দাম
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
ঢাকার ২২ মোড়ে ১৮ কোটি টাকা ব্যয়ে বসছে সংকেতবাতি, কতটা কার্যকর হবে?
প্রথম দল হিসেবে আইপিএল থেকে বিদায় নিলো চেন্নাই সুপার কিংস
ইসকন নেতা চিন্ময়ের জামিন নিয়ে সরকারকে কড়া হুঁশিয়ারি দিল হাসনাত আব্দুল্লাহ
করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান
শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার করার দাবি টিইউসির
‘বাংলাদেশি’ তকমা দিয়ে ভারতে ভাঙা হচ্ছে মুসলমানদের বাড়ি (ভিডিও)
জিআই সনদ পেল কুমিল্লার ঐতিহ্যবাহী ‘খাদি’
জাতীয় স্বার্থবিরোধী চুক্তি থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের
আইপিএলে ‘রোবট কুকুর চম্পক’ নিয়ে আইনি বিপাকে বিসিসিআই
ট্র্যাফিক সিগন্যালে গাড়ি থামানোর সময় এমপিকে গুলি করে হত্যা
টানা কয়েকদিন বজ্রবৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার শঙ্কা