সোমবার, ১২ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

শাহবাগে বিক্ষোভে উত্তাল জনতা, খালেদা জিয়ার উপস্থিতি চায় ইনকিলাব মঞ্চ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগে উত্তাল আন্দোলন চলছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়ে শুক্রবার সারা দিনব্যাপী এই আন্দোলনে ছাত্র-জনতা ‘ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’ সহ নানা স্লোগানে মুখরিত করে তোলে শাহবাগ চত্বর।

এই প্রেক্ষাপটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এক আবেগঘন আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শাহবাগে আসার জন্য।

হাদি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে লেখেন— “বাংলাদেশের বেগম জিয়া, শাহবাগে হাজারো শহিদ পরিবার ও সারা বাংলাদেশ আপনার অপেক্ষায়।”

অন্য একটি পোস্টে তিনি আরও লেখেন— “জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আপোষহীন নেত্রী বেগম জিয়ার কাছে যেতে চাই আমরা শাহবাগের দাওয়াত নিয়ে। কাইন্ডলি সংশ্লিষ্ট কেউ হেল্প করুন। উনি আমাদের সার্বভৌম অভিভাবক।”

শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করে। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ফোয়ারার পাশে তৈরি করা মঞ্চ থেকে আন্দোলনের নতুন ধাপ হিসেবে মোড় অবরোধের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

ঘোষণার পরপরই আন্দোলনকারীরা মিছিলসহ শাহবাগ মোড়ে অবস্থান নেয় এবং অবরোধ শুরু করে।

Header Ad
Header Ad

শাহবাগ-যমুনার সামনে বসে যা তা বলা যাবে না: এ্যানি চৌধুরী

ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “শাহবাগ কিংবা যমুনার সামনে বসে যা খুশি তা বলা যাবে না। এটি একটি স্বাধীন দেশ—এখানে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য সহ্য করা যায় না।”

সোমবার (১২ মে) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির প্রতিনিধি নির্বাচন পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

এ্যানি বলেন, “শাহবাগে নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারত, যমুনায়ও হতে পারত। কিন্তু যদি জাতীয় সংগীত গাওয়ার সময় বাঁধা দেওয়া হয়, বিএনপিকে ‘ভুয়া ভুয়া’ বলা হয় কিংবা কেউ ‘গোলাম আজমের বাংলা’ বলে শ্লোগান দেয়—তাহলে তা মেনে নেওয়া যায় না। এসব বক্তব্য আমাদের মনে দাগ কাটে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছি।”

তিনি আরও বলেন, “মানুষ এখন আর বারবার মিছিল-মিটিং পছন্দ করে না। তারা আন্দোলনে ক্লান্ত। মানুষ এখন দেশ গড়তে চায়, দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। তাই আমাদের উচিত সবাইকে নিয়ে দেশ গড়ার কাজে যুক্ত হওয়া।”

বিএনপির রাজনৈতিক আদর্শ প্রসঙ্গে এ্যানি বলেন, “বিএনপিতে কখনোই ফ্যাসিবাদ ছিল না, একদলীয় শাসন ছিল না। আমরা সবাইকে নিয়ে দেশ চালিয়েছি, এখনো সবাইকে নিয়েই ভাবছি। তার প্রমাণ ৩১ দফা রূপরেখা।”

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. হাসিবুর রহমান, সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, অ্যাড. হাফিজুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরান, জেলা কৃষক দলের সহ-সভাপতি বদরুল আলম শ্যামল, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আদনান সোহেল ও ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র, র‍্যাব পুনর্গঠনে পাঁচ সদস্যের কমিটি গঠন

ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

পুলিশ এখন থেকে সাধারণ অভিযানে মারণাস্ত্র ব্যবহার করতে পারবে না—এমন নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পুলিশের হাতে থাকবে শুধু রাইফেল; তবে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা প্রয়োজনে মারণাস্ত্র ব্যবহার করতে পারবেন, কারণ তাদের কাজের ধরন ভিন্ন।

সোমবার (১২ মে) বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের নবম সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

এই সভায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পুনর্গঠন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র‍্যাব থাকবে কি না, নাম বা ইউনিফর্ম পরিবর্তন হবে কি না—এইসব বিষয় নির্ধারণে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ।

তিনি আরও বলেন, “র‍্যাব কীভাবে অর্গানাইজড হবে, তার কাঠামো কী হবে—এসব বিষয়ে সুপারিশ দিতে এই কমিটি কাজ করবে।”

সভায় আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রতিটি হাটে ১০০ আনসার মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি স্বেচ্ছাসেবকদেরও সক্রিয় রাখা হবে। ছিনতাই, প্রতারণা ও ‘মলম পার্টি’র দৌরাত্ম্য ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি, গবাদি পশুর চাহিদা পূরণে দেশেই যথেষ্ট সরবরাহ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “বাইরে থেকে যেন অবৈধভাবে গবাদি পশু না আসে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি জানান, ৭ ও ৮ মে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২০২ জন বাংলাদেশিকে সীমান্ত পেরিয়ে পুশ-ইন করেছে। এদের মধ্যে কেউ কেউ ১৫-২০ বছর আগে ভারতে গিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে তাদের নিজ এলাকায় ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সীমান্ত এলাকা থেকে ৩৯ জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে পাঠানো হয়েছে।

Header Ad
Header Ad

চুয়াডাঙ্গায় কিশোর রিশাদকে কুপিয়ে হত্যা, ঘাতক পলাতক

ছবি : ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামে দিনে-দুপুরে প্রকাশ্যে রিশাদ আলি (১৪) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের কাজিপাড়ায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত রিশাদ আলি ছয়ঘরিয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে এবং দর্শনা মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে মো. বাইতুল্লার ছেলে মো. হযরত আলির সঙ্গে রিশাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হযরত আলি রিশাদের গলায় হাসুয়া দিয়ে কোপ মেরে ঘটনাস্থলেই তাকে হত্যা করে পালিয়ে যায়।

গ্রামবাসীদের ভাষ্যমতে, মো. হযরত আলি একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ তিতুমির জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে এবং ঘাতক হযরত আলিকে ধরতে অভিযান চলছে।

এই হত্যাকাণ্ডে গ্রামজুড়ে চরম শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শাহবাগ-যমুনার সামনে বসে যা তা বলা যাবে না: এ্যানি চৌধুরী
পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র, র‍্যাব পুনর্গঠনে পাঁচ সদস্যের কমিটি গঠন
চুয়াডাঙ্গায় কিশোর রিশাদকে কুপিয়ে হত্যা, ঘাতক পলাতক
কঠিন সমীকরণ মিলিয়ে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
‘যুদ্ধবিরতির অনুরোধ ভারতই করেছে, পাকিস্তান করেনি’
টাঙ্গাইলে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ শন টেইট
চুয়াডাঙ্গায় কমেছে তাপমাত্রা, স্বস্তিতে জনজীবন
বুর্জ খলিফায় বেনজীরে স্ত্রীর ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি
ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার: আসিফ মাহমুদ
আ.লীগ নিষিদ্ধের উল্লাসে শাহবাগে নেতাদের নাম দিয়ে গরু-ছাগল জবাই
সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে মোদির জরুরি বৈঠক, উপস্থিত শীর্ষ কর্মকর্তারা
পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না শিশুর, অটোরিকশার ধাক্কায় সড়কেই ঝড়ল প্রাণ
রিয়াল মাদ্রিদের হেড কোচের দায়িত্ব পেলেন জাবি আলোনসো
সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে শিল্পপ্রতিষ্ঠান নিষিদ্ধ
দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড
ভারতের বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয়লাভ করেছে পাকিস্তানি বিমানবাহিনী
২২ মে থেকে বাজারে আসছে নওগাঁর আম (ভিডিও)
শাহবাগে কয়েক দিন যাবৎ নাটক চলছে: মির্জা আব্বাস