ইসির মতবিনিময় আমন্ত্রণে বিএনপির 'না'

২৪ মার্চ ২০২৩, ০৯:২৮ এএম | আপডেট: ০৭ জুন ২০২৩, ০১:৩৫ পিএম


ইসির মতবিনিময় আমন্ত্রণে বিএনপির 'না'

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল চিঠিতে বিএনপিকে মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তবে তা প্রত্যাখ্যান করেছেন দলের নেতারা।

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় সভায় আমন্ত্রণ পাওয়ার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা অর্থহীন। আমরা এই নির্বাচন কমিশন গঠনের বিরোধিতা করেছি। তাই কমিশনের সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।

ইসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় বিএনপিকে পাঠানো চিঠিতে সিইসি বলেছেন, কমিশন মনে করে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক না হোক, অনানুষ্ঠানিকভাবে আলোচনা বা মতবিনিময় হতে পারে। আপনাদের নির্বাচন কমিশনে আমন্ত্রণ জানাচ্ছি। সদয় সম্মত হলে দিনক্ষণ আলোচনা করে নির্ধারণ করা যেতে পারে। প্রত্যুত্তর প্রত্যাশা করছি।’

এসএন